Saturday, May 3, 2025

কুণাল যাচ্ছেন শুনে ছুটছেন শুভেন্দু, নন্দীগ্রাম-২’তে সুপার সানডে, কড়া টক্কর দেখার অপেক্ষা

Date:

পঞ্চায়েত ভোটের আগে পূর্ব মেদনীপুরে দলের তরফে বিশেষ দায়িত্ব দেওয়া আছে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে। আর দায়িত্ব পাওয়ার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে কার্যত জেলা চষে ফেলছেন কুণাল। বিশেষ করে নন্দীগ্রামে একের পর এক মিটিং-মিছিল করে ঘুম কেড়ে নিয়েছেন তিনি। নন্দীগ্রাম-১ এবং ২ নম্বর ব্লকে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে অভিনব কায়দায় চাটাই বৈঠক শুরু করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। নন্দীগ্রাম-১ ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ এবং নন্দীগ্রাম-২ ব্লক সভাপতি ভূঁইয়া স্থানীয় নেতৃত্বকে সঙ্গে নিয়ে প্রতিদিন চাটাই বৈঠক করছেন। এই বৈঠকগুলিতে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। বিশেষ করে মহিলাদের উপস্থিতি নজর কাড়ছে।

এতদিন পর্যন্ত স্থানীয় নেতৃত্ব এই বৈঠকগুলিতে প্রস্তুত থেকে মানুষের সঙ্গে কথা বলেছেন। তবে এবার চাটাই বৈঠকে উপস্থিত থাকবে রাজ্য নেতৃত্ব। আগামিকাল, রবিবার বিকেলে নন্দীগ্রাম-২ ব্লকের অন্তর্গত বয়ালে চাটাই বৈঠকে গ্রামবাসীদের সঙ্গে কথা বলবেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

এই নন্দীগ্রাম-২ বিজেপির শক্ত ঘাঁটি বলেই পরিচিত। কিন্তু সেখানেও তৃণমূলের চাটাই বৈঠকে ব্যাপক সাড়া মেলায় খুন ছুটেছে গেরুয়া শিবিরের। বিশেষ করে নন্দীগ্রাম-২ রবিবার কুণাল যাচ্ছেন শুনেই শুভেন্দু অধিকারী সেখানে ছুটছেন। জানা গিয়েছে পূর্ব ঘোষিত কোনও কর্মসূচি ছাড়াই নিজের গড় বাঁচাতে স্থানীয় বিজেপি নেতৃত্বকে শুভেন্দু আচমকা কোনও একটি কর্মসূচির আয়োজন করতে বলেছেন। এবং চাপে পড়ে নন্দীগ্রাম-২ ব্লকে কুণালরা ঢোকার আগে রবিবার সকালেই ছুটছেন শুভেন্দু। বিরুলিয়াতে শুভেন্দুর কর্মসূচি।
ফলে বিজেপির শক্ত ঘাঁটি নন্দীগ্রাম-২’এ রবিবার সেয়ানে সেয়ানে টক্কর দেখার অপেক্ষায় রাজনৈতিক মহল।

এদিকে আজ, শনিবার পৃথক একটি কর্মসূচিতে যখন কুণাল ঘোষ যখন পূর্ব মেদিনীপুরে যাচ্ছিলেন, তখনই নন্দকুমারের কাছে চন্ডিপুরের দিকে যাওয়ার রাস্তায় শুভেন্দু আর কুণালের কনভয় একে অপরকে পাস করে। বিরোধী দলনেতা তাঁরকাঁথির বাড়ি থেকে আসছিলেন।

আরও পড়ুন:জামুড়িয়ায় বাইক দুর্ঘটনায় মৃত ১, খারাপ রাস্তার কারণে অবরোধ কল্যাণী এক্সপ্রেসওয়েতে

 

 

Related articles

আইএএস-আইপিএসদের নয়া ইউনিফায়েড পেনশন প্রকল্প চালুর সিদ্ধান্ত রাজ্যের

সর্বভারতীয় ক্যাডারের অন্তর্গত আইএএস, আইপিএস সহ অন্যান্য আধিকারিকদের জন্য রাজ্য সরকার নতুন ইউনিফায়েড পেনশন প্রকল্পের (Unified Pension Scheme)...

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...
Exit mobile version