Sunday, May 4, 2025

চাঁদের কক্ষপথে (Orbit of the Moon) সফল ভাবে স্থাপন করা হল নাসার (NASA) চন্দ্রযান ওরিয়নকে (Orion)। শুক্রবার রাতেই আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থার তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, কক্ষপথে ঢুকে পড়ার পর চাঁদের প্রায় ৬৪ হাজার ৩৭৩ কিলোমিটার উপরে ঘুরপাক খাচ্ছে ওরিয়ন। নাসার তরফে জানানো হয়েছে পরবর্তী এক সপ্তাহে চাঁদের কক্ষপথের অর্ধেকটা এই ‘চন্দ্রযান’ প্রদক্ষিণ করবে। চলতি সপ্তাহের শুরুতেই নাসার মহাকাশযান ‘আর্টেমিস ১’ (Artemis 1) চাঁদের কক্ষপথের কাছে পৌঁছে যায়। কিন্তু ধীরে ধীরে তার গতি কমিয়ে কক্ষপথে প্রবেশ করানোই ছিল নাসার বিজ্ঞানীদের কাছে সবথেকে বড় পরীক্ষা। এরপর ‘চন্দ্রযান’ ওরিয়ন চাঁদের কিছু ছবিও পাঠিয়েছিল।

গত ১৬ নভেম্বর সফল উৎক্ষেপণ হয়েছিল ‘আর্টেমিস ১’-এর। ‘আর্টেমিস’ মিশনের মাধ্যমে চাঁদে ফের মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে নাসা। মোট তিনটি ধাপে এই মিশন সম্পন্ন করা হবে বলে নাসার তরফে জানানো হয়েছে। প্রথম পর্যায়ে ‘আর্টেমিস-১’-এর মাধ্যমে চাঁদে পাড়ি দিয়েছে যাত্রীবিহীন মহাকাশযান ‘ওরিয়ন’। এই অভিযানের মূল লক্ষ্য ছিল, চাঁদের মাটিতে নামার জন্য সম্ভাব্য ‘ল্যান্ডিং সাইট’গুলি (Landing Site) চিহ্নিত করা।

গত ২৯ অগাস্ট উৎক্ষেপণের কথা ছিল ‘আর্টেমিস ১’-এর। কিন্তু শেষ মুহূর্তে ধরা পড়ে রকেটের তরল হাইড্রোজেনের লাইনে ছিদ্র। ফলে সে দিন বাতিল করে দেওয়া হয় অভিযান। উৎক্ষেপণের পরবর্তী দিন ধার্য হয়েছিল ২ সেপ্টেম্বর। কিন্তু সেবার ছিদ্র ধরা পড়ে তরল হাইড্রোজেনের ট্যাঙ্কে (Hydrogen Tank)। ফলে স্পেস লঞ্চ সিস্টেম রকেটটির অভিযান বাতিল হয়।

নাসার তরফে আরও জানানো হয়েছে, আগামী ২০২৪ সালে চাঁদের খুব কাছ দিয়েই দিয়ে ফের এরকম একটি ‘ফ্লাইবাই’ করা হবে। তবে পরেরবার ফাঁকা যান নয়, এতে মহাকাশচারীরাও থাকবেন।

Related articles

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...

বার্নপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর পাদুকা! উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে ভক্তদের 

আগামিকাল অর্থাৎ রবিবার প্রথমবার আসানসোলের বার্নপুর আনা হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর জোড়া পাদুকা। বার্নপুর টাউন পুজো কমিটির উদ্যোগেই এই...
Exit mobile version