এবারও কলকাতা বইমেলার ডিজিটালাইজেশনের দায়িত্বে সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়

পরপর দুবার। প্রথম বছরের সাফল্যের পর এবারও আন্তর্জাতিক কলকাতা বইমেলার (Calcutta Book Fair) ডিজিটালাইজেশনের দায়িত্বে সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের (Sister Nibedita University) গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগ। ইতিমধ্যেই পাবলিশার্স অ্যান্ড বুকসেলার গিল্ড এবং সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি-র মধ্যে মউ স্বাক্ষর হয়।

পাবলিশার্স অ্যান্ড বুকসেলার গিল্ডের কর্তা ত্রিদিব চট্টোপাধ্যায় (Tridib Chattopadhyay) ‘এখন বিশ্ববাংলা সংবাদ’কে জানান, গতবছরও ডিজিটাল পার্টনার (Digital Partner) হিসেবে ছিল নিবেদিতা ইউনিভার্সিটি। এবার বইমেলার ডিজিটাইজেশনের দায়িত্ব তাদের। ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম হ্যান্ডেল করবে তারা। বইমেলার এক্সক্লুসিভ ডিজিটাল পার্টনার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগ।

এবার কলকাতা বইমেলা অনুষ্ঠিত হবে আগামী বছর ৩১ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি। একই সঙ্গে ত্রিদিব চট্টোপাধ্যায় জানান, ৩০ নভেম্বর কলকাতার পাঁচতারা হোটেলে বইমেলার সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন স্পেনের রাষ্ট্রদূত-সহ বিশিষ্টরা।

আরও পড়ুন:মালদায় বিয়েবাড়ির আনন্দ মূহুর্তে ম্লান, মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ভাই-বোন

 

Previous articleমালদায় বিয়েবাড়ির আনন্দ মূহুর্তে ম্লান, মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ভাই-বোন
Next articleএবারও কলকাতা বইমেলার ডিজিটালাইজেশনের দায়িত্বে সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়