Thursday, August 21, 2025

ভারতকে (India) বাদ রেখে চলতি সপ্তাহে ভারত মহাসাগর (Indian Ocean) অঞ্চলের ১৯টি দেশের সঙ্গে বৈঠক করল চিন। চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো অপারেশন এজেন্সি (China International Deveopment Co Operation Agency), চিনের বিদেশ দফতরের একটি সংস্থা ২১ নভেম্বর চিন-ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে নিয়ে একটি সভার আয়োজন করে। ফোরাম অন ডেভেলপমেন্ট কো অপারেশন মঞ্চের অধীনে এই সভা হয়। সভায় ১৯টি দেশ অংশগ্রহণ করে। একটি প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে বেজিং। চিনের ইউনান প্রদেশের কুনমিং প্রদেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। তবে ভারত মহাসাগরকে কেন্দ্র করে বৈঠক অথচ আমন্ত্রিতের তালিকায় নেই নয়াদিল্লি (New Delhi), যা নিয়ে ইতিমধ্যেই বেড়েছে চাপানউতোর।

বৈঠকের বিষয়বস্তু ছিল, ‘শেয়ারড ডেভেলপমেন্ট: থিওরি অ্যান্ড প্র্যাকটিস ফ্রম দ্য পারসপেকটিভ অফ দ্য ব্লু ইকোনমি (Shared Development: Theory and Practice From the Perspective of the Blue Economy)। বৈঠকে অংশ নেয় ইন্দোনেশিয়া (Indonesia), পাকিস্তান (Pakistan), মায়ানমার (Mayanmar), শ্রীলঙ্কা (Srilanka), বাংলাদেশ (Bangladesh), মালদ্বীপ (Maldives), নেপাল (Nepal), আফগানিস্তান (Afghanisthan), ইরান (Iran), ওমান (Oman), দক্ষিণ আফ্রিকা (South Africa), কেনিয়া (Keniya), মোজাম্বিক (Mozambik), তানজানিয়া (Tanzania), সেশেলস (Seychelles), মাদাগাস্কার (Madagascar), মরিশাস (Mauritious), জিবুতি (Djibouti), অস্ট্রেলিয়া (Australia) সহ ১৯টি দেশের প্রতিনিধিরা। পাশাপাশি, তিনটি আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিরাও এদিনের বৈঠকে অংশগ্রহণ করে যোগ। তবে এদিনের বৈঠকে ভারতকে আমন্ত্রণ জানানো হয়নি। এর আগে গত বছর, চিনকে বাদ দিয়েই করোনা ভ্যাকসিন (Covid 19 Vaccine) সহযোগিতা নিয়ে দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের সঙ্গে বৈঠক করেছিল ভারত।

তবে চলতি বছরের জানুয়ারি মাসে শ্রীলঙ্কা (Sri Lanka) সফরের সময় চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই ভারত মহাসাগরের দ্বীপ দেশগুলোর উন্নয়নে একটি ফোরাম তৈরির প্রস্তাব দেন। সিআইডিসিএ বৈঠকটি কী ওয়াং-এর প্রস্তাবিত সেই বৈঠক? সেই বিষয়ে জানতে চাওয়া হলে চিনের বিদেশমন্ত্রক গণমাধ্যমকে স্পষ্ট জানিয়েছে ২১ নভেম্বরের বৈঠক ওয়াং-এর প্রস্তাবিত বৈঠকের অংশ ছিল না। তিনি অবশ্য স্পষ্ট করে দিয়েছেন, এই বৈঠকের সঙ্গে ওই প্রস্তাবের কোনও যোগাযোগ নেই। এই বৈঠকে চিনের তরফে ভারত মহাসাগরে চারপাশে অবস্থিত দেশগুলির মধ্যে সহযোগিতা বাড়িয়ে বিপর্যয় মোকাবিলা সংগঠন গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। যেখানে প্রযুক্তিগত ও অর্থনৈতিক সাহায্য করবে বেজিং।

তবে চিনের এমন অবস্থান দেখে ওয়াকিবহাল মহলের দাবি, ফের অর্থের টোপ দিয়ে ভারত মহাসাগরের দেশগুলিকে কাছে টানতে চাইছে জিনপিংয়ের দেশ। এভাবেই ভারতকে চাপে রাখার কৌশল নিয়েছে চিন।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version