Monday, August 25, 2025

‘পোশাক না পরলেও মেয়েদের সুন্দর দেখায়’, বেফাঁস মন্তব্য করে বিতর্কে রামদেব

Date:

বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরোনামে ফের বাবা রামদেব। দিন কয়েক আগেই তিনি দাবি করেছিলেন , সলমন খান নিয়মিত মাদক নেন। এবার আবারও বেফাঁস মন্তব্য! মুম্বইয়ে মহিলাদের জন্য আয়োজিত একটি প্রশিক্ষণ শিবিরে বক্তব্য রাখতে গিয়ে যোগগুরু বলেন, ‘মেয়েরা যদি আমার মতো কিছু না পরেও থাকে, তাহলেও তাদের সুন্দর দেখায়।’ যোগগুরুর মুখে একথা শুনে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়ে যান সেখানে উপস্থিত সকলেই।

আরও পড়ুন:উত্তরপ্রদেশে রবীন্দ্রনাথকে সরিয়ে সিলেবাসে যোগী-রামদেব! বিজেপিকে তুলোধনা সায়নীর

প্রশিক্ষণ শিবিরে থাকা একজনের কথায় , দর্শকের আসনে ছিলেন একঝাঁক মহিলা। মঞ্চে মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশের স্ত্রী অম্রুতা ফড়ণবিশও উপস্থিতিতেই এমন বিতর্জিত মন্তব্য করেন রামদেব। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে বিভিন্ন মহলে।

মঞ্চে যখন স্বয়ং উপ মুখ্যমন্ত্রীর স্ত্রী উপস্থিত, সেখানে এই ঘটনা যে রাজনৈতিক দিকে মোড় নেবে, তা বলাই বাহুল্য।ইতিমধ্যে দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল রামদেবকে গোটা দেশের মহিলা সমাজের কাছে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন। টুইট করে তিনি লেখেন, ‘বহু মহিলার সামনে রামদেব যে মন্তব্য করেছেন, তা অত্যন্ত অপমানজনক। তিনি মহিলাদের ভাবাবেগে আঘাত করেছেন। অবিলম্বে তাঁর ক্ষমা চাওয়া উচিত।’

জানা গেছে, রামদেবের মন্তব্য ঘিরে রাজনোইতিক মহলও তোলপাড়। জানা গেছে, অম্রুতা ফড়ণবিশ ছাড়াও ওই অনুষ্ঠান মঞ্চে ছিলেন শিবসেনার বিরুদ্ধ গোষ্ঠীর নেতা তথা মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ছেলে সাংসদ শ্রীকান্ত শিন্ডে-সহ সে রাজ্যের বেশ কিছু বিজেপি নেতা। রামদেবের এই মন্তব্যে তাঁরাও বেকায়দায় পড়েছেন। শিবসেনা নেতা সঞ্জয় রাউত এই ঘটনায় সরাসরি তাঁদের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন। তাঁর দাবি, ‘রামদেবের এই অনুষ্ঠানে সবাই স্টেজ আলো করে বসেছিলেন। কিন্তু তিনি যখন মহিলাদের নিয়ে কুরুচিপূর্ণ কথা বললেন, তখন কেউই এর প্রতিবাদ করলেন না।’

Related articles

বৃষ্টির ভ্রূকুটি দক্ষিণে কমলেও রক্ষা নেই উত্তরের

নিম্নচাপের জের খানিকটা কম হওয়ার ইঙ্গিত রবিবার থেকেই মিলেছে। তবে এখনই বর্ষার প্রকোপ কমছে না মৌসুমী অক্ষরেখার জেরে।...

বাগমারির কাছে ভয়াবহ দুর্ঘটনা, পরপর গাড়ি-বাইকে ধাক্কা বেপোরয়া মিনিবাসের

দিনে দুপুরে খাস কলকাতার মনিকতলা ব্রিজের কাছে ভয়াবহ দুর্ঘটনা। বাগমারি এলাকায় বেপরোয়া মিনিবাস ধাক্কা দেয় একটি গাড়ি ও...

জাতীয় দলে ব্রাত্য সুনীল, পাকাপাকিভাবে শেষ আন্তর্জাতিক কেরিয়ার!

কাফা নেশনস কাপের জন্য ঘোষিত হল ভারতীয় ফুটবল দল (Nation Football Team)। গত ১৫ অগাস্ট থেকে নতুন কোচ...

ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা লেনদেন, তাই দেখে গ্রেফতার বিধায়ক জীবনকৃষ্ণ

নিয়োগ মামলায় বেআইনিভাবে চাকরি পাওয়া শিক্ষকরা বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jibankrishna Saha) অ্যাকাউন্টে টাকার লেনদেন করেছেন। সেই অভিযোগে...
Exit mobile version