Monday, August 25, 2025

উত্তর ২৪ পরগনার জগদ্দলে ফের বোমা বিস্ফোরণ। রবিবার, সকালে পুলিশের তল্লাশি চালানোর সময় বিস্ফোরণ হয়। ২টি বাড়ির মধ্যের ফাঁকা জায়গায় তল্লাশি চালিয়ে ২টি কৌটো বোমা উদ্ধার করে পুলিশ। এলাকায় রবিবারের রাতের বোমাবাজির ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে, শ্যামনগর (shyamnagar) কাউগাছি এলাকায় পরিত্যক্ত ঘর থেকে ৬ টি তাজা বো*মা (bomb) উদ্ধার হয়। ঘটনার তদন্তে নেমেছে বাসুদেবপুর থানার পুলিশ (police)।

শনিবার রাতে, ভাটপাড়ার ১৭ নম্বর ওয়ার্ডে প্রাক্তন সেনাকর্মী সুরেশ মাহাতর বাড়ির বিয়ের অনুষ্ঠানে লাউড স্পিকার বাজানো নিয়ে প্রতিবেশী আশিক খানের সঙ্গে বিবাদ বাঁধে। এরপরই এলাকায় বো*মা পড়তে থাকে বলে অভিযোগ। ৪ জন জখম হন। ১ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আরজি কর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। সেই ঘটনায় রবিবার সকালে এলাকায় তল্লাশি করতে যান পুলিশ আধিকারিকরা। তখনই ফের ২টি বাড়ির মাঝখানে আচমকা বোমা বিস্ফোরণ হয়। ওই জায়গায় তল্লাশি করে ২টি কৌটো বোমা উদ্ধার করে পুলিশ। এলাকায় আরও বোমা মজুত রয়েছে বলে আশঙ্কা। এই ঘটনায় এদিন ৫ জনকে আটক করেছে পুলিশ। বিয়েবাড়িতে কোথা থেকে বো*মা এলো তা খতিয়ে দেখছে পুলিশ।

পাশাপাশি, রবিবার সকালে শ্যামনগরে বো*মা আতঙ্ক। শ্যামনগরের (shyamnagar) কাউগাছির ব্রাহ্মণ পাড়ার একটি বাড়ির (house) পরিত্যাক্ত ঘরের সামনে ৬টি বো*মা পাওয়া যায়। কয়েকজন শিশু ভাঙা ঘরের একপাশে বো*মাগুলি দেখতে পায়। তারাই বাসিন্দাদের জানায়। বাড়ির মালিকের দাবি, তিনি সকালে কাজে বেড়িয়ে যান। রাতে বাড়ি ফেরেন। তাঁর স্ত্রীও কর্মসূত্রে সারাদিন বাড়ির বাইরে থাকেন। কে বা কারা বোমাগুলি রেখে গিয়েছেন সে বিষয়ে তাঁদের কিছু জানা নেই। তদন্তে বাসুদেবপুর থানার পুলিশ।

Related articles

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...
Exit mobile version