Friday, August 22, 2025

রোটারি ক্লাব অফ কসবার উদ্যোগে অনুষ্ঠিত হল সোশ্যাল ইমপ্যাক্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড

Date:

কলকাতা প্রেস ক্লাবে (Kolkata Press Club) অনুষ্ঠিত হল সোশ্যাল ইমপ্যাক্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড (Social Impact Excellence Award)। গত ২৫ নভেম্বর অনুষ্ঠান থেকে ৩ ওভারের ক্রিকেট টুর্নামেন্ট অর্থাৎ T3-এর ঘোষণা করা হয়। রোটারি ক্লাব অফ কসবার (Rotary Club of Kasba) সভাপতি আশিস বসাকের পরিকল্পনায় এদিনের অনুষ্ঠান এক আলাদা মাত্রা পায়।

অন্যদিকে, রবিবার থেকেই কলকাতার টাকি বয়েজ স্কুলে এই ৩ ওভারের টুর্নামেন্টের সূচনা হয়। চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত। টাকি বয়েজ স্কুলের (Taki Boys School) মোট ২৪০ প্রাক্তনী এই টুর্নামেন্টে অংশ নেবেন। এমনটাই জানিয়েছেন টুর্নামেন্টের ডিরেক্টর বিশিষ্ট চিকিৎসক অশোক রায়। গত শুক্রবার প্রেস ক্লাবের অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের প্রখ্যাত অভিনেত্রী ও সুপারস্টার দেবিকা মুখার্জি (Debika Mukherjee)। যিনি T3 ক্রিকেট টুর্নামেন্টের (Cricket Tournament) প্রধান মুখও বটে।

এদিনের অনুষ্ঠানে কসবার রোটারি ক্লাবের পক্ষ থেকে বিশেষ শিশুদের হাতে সোশ্যাল ইমপ্যাক্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। তবে এদিন শুধু পুরস্কার বিতরণীই নয়, এদিন কলকাতা প্রেস ক্লাবে আশিস বসাকের বই “ব্যাক টু বেসিক্স”-এর আনুষ্ঠানিক প্রকাশ হয়। এই বইতে জায়গা পেয়েছে ব্যক্তিত্বের বিকাশের অনুপ্রেরণা, শারীরিক ভাষা ইত্যাদি একাধিক গুরুত্বপূর্ণ বিষয়। এদিন একাধিক ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিরা এই উদ্যোগকে সমর্থন জানান। পাশাপাশি রোটারী কসবার কর্মকর্তারা বিশিষ্টদের সম্বর্ধিতও করেন।

অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন চিকিৎসক প্রতাপ মন্ডল, রুদ্র সেন, চিকিৎসক অশোক রায়, ইন্দ্রাণী গাঙ্গুলী, তাপস চৌধুরী, পদ্মিনী দত্ত শর্মা, রাখি রায়, পামেলা পাল দাস, পার্থ সাহা, শিবু দে, বি সেখরস, সিঞ্জিনি বোস, শঙ্খলেখা সিনহা, অমিত চৌহান, মৌসুমী নন্দী, শিল্পী দাস, আকবর পাশা, প্রণতি সাহা, মোল্লা জসিমুদ্দিন, অসীম পাল, আনোয়ার হোসেন, রাজেন বিশ্বাস, অনিত মুখার্জি, আর কে ওয়ার্সি, সুমিত্রা রায়, অরুন্ধতী নাগ, অমর দাস, স্নিগ্ধা সেন, রিনা কুন্ডু, অজয় মাজি সহ অনান্যরা।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version