Monday, November 10, 2025

ইতিহাস রোমন্থিত কলকাতার (Kolkata) বো ব্যারাকের (Bow barracks)ঝলমলে দিন আজ ঠাঁই পেয়েছে স্মৃতির পাতায়। যুদ্ধ ফেরত সৈনিকের পদধ্বনি আর নেই। চেনা ছবিটা বদলেছে বেশ কয়েক বছর হয়ে গেল। তবে বছরের একদম শেষ লগ্নে ২৫শে ডিসেম্বর থেকে ১লা জানুয়ারি পর্যন্ত আলোয় সেজে ওঠে কলকাতা বো ব্যারাক (Bow barracks)। ভিড় করেন উৎসাহী মানুষজন। যেন ক্রিসমাসের (Christmas)সময়েই বো ব্যারাকের সোনালি দিন ফিরে আসে। নতুন বছরের বাকি দিনে আবার সেই পুরনো ছবি । তবে এবার সেই ছবিটা বদলাতে চলেছে। কারণ স্থায়ীভাবে কলকাতা বো ব্যারাককে (Bow barracks)আলোর রোশনাইতে সাজিয়ে তুলতে উদ্যোগ নিচ্ছে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)।

প্রথম বিশ্বযুদ্ধের সময় সেনাবাহিনীর থাকার প্রধান জায়গা ছিল বো ব্যারাকের লাল রঙের দু একটি বাড়ি। এরপর অ্যাংলো ইন্ডিয়ান সোসাইটির থাকার অন্যতম জায়গা হয়ে ওঠে বো ব্যারাক রোড। বিশ্বযুদ্ধের সময় এই এলাকায় বসানো হয়েছিল ভেপার ল্যাম্প পোস্ট। সেই ল্যাম্প পোস্টের আদলেই এবার পুরোনো আমলের নকশা করা মোনোপোল ল্যাম্প পোস্ট বসানোর উদ্যোগ নিতে চলেছে কলকাতা পুরসভার বিদ্যুৎ বিভাগ (Electricity Department of Kolkata Municipal Corporation)। অ্যাংলো ইন্ডিয়ান (Anglo Indian)এই বো ব্যারাক পাড়াতে ব্লু প্লাক বসানো যায় কিনা সে ব্যাপারে কলকাতা পুরসভার সঙ্গে শীঘ্রই বৈঠকে বসবে ইনট্যাক। তবে এই পাড়ায় বসবাসকারী ১৪০ পরিবারের সঙ্গে আলোচনা করে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে ইনট্যাক। তবে প্রতিবছরের মতো এ বছরও বড়দিনে বিশেষ সাজে সাজবে বো ব্যারাক। পুরনো পরিবেশকে ফিরিয়ে আনতে চিরস্থায়ী মোনোপোল ল্যাম্প পোস্ট বসিয়ে আলো-আঁধারি পরিবেশের মাধুর্য তৈরি করতে চাইছে পুরসভা। এই প্রসঙ্গে কলকাতার মেয়র পারিষদ সন্দীপ বক্সী বলেন, “আমি নিজে এই প্রস্তাব মেয়র পারিষদের বৈঠকে রাখব।” পুরসভার আধিকারিকদের সঙ্গেও একপ্রস্থ আলোচনা হয়েছে বলেও জানা যাচ্ছে।

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version