শান্তনু-কন্যার MBBS-এ ভর্তি নিয়ে পোস্ট! পাল্টা সুকান্তকে আইনি পদক্ষেপে হুঁশিয়ারি TMC সাংসদের

রাজনৈতিক এজেন্ডা নেই। এবার ব্যক্তিগত বিষয় নিয়ে রাজ্যের শাসকদলকে আক্রমণ করছেন বিজেপি (BJP) নেতৃত্ব। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) অভিযোগ, “২০২০ সালে নিট পাশ না করেই এমবিবিএস-এ ভর্তি হন তৃণমূলের রাজ্য সভাপতি সাংসদ শান্তনু সেনের মেয়ে সৌমিলি সেন”। পাল্টা কন্যার কয়েকটি শংসাপত্র টুইট করে (Shantanu Sen) আইনি পদক্ষেপের হুঁশিয়ারি শান্তনু সেনের।

এখন MBBS-এ ভর্তি হতে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় বসতে হয়। সেই পরীক্ষায় পাশ করে ডাক্তারি পড়ার সুযোগ পাওয়া যায়। রাজ্যসভার তৃণমূল সাংসদ ডাক্তার শান্তনু সেনের মেয়ে সৌমিলিও MBBS-এ ভর্তি হয়েছেন। কিন্তু এদিন তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে টুইট (Tweet) করেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর অভিযোগ, নিট (NEET) পাশ না করেই এমবিবিএস-এ ভর্তি হন শান্তনু সেনের কন্যা সৌমিলি। শুধু তাই নয়, ভর্তির ফর্মে তথ্য গোপন করা হয়েছে বলেও অভিযোগ করেন সুকান্ত। এর কিছুক্ষণের মধ্যেই সৌমিলির তিনটি শংসাপত্র টুইট করেন তৃণমূল সাংসদ। লেখেন, “রাজনীতির মধ্যে পরিবার ও সন্তানদের টেনে আনার আদর্শ উদাহরণ। রাজনৈতিকভাবে এঁটে উঠতে না পারায় ব্যক্তিগত আক্রমণ ও বরাবরই খুব মেধাবী। NEET পাস না করলে কেউ এমবিবিএস-এ ভর্তি হতে পারে না।” টুইটেই আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারিও দিয়েছেন শান্তনু। এর আগে, মন্ত্রী অখিল গিরির পুত্র সুপ্রকাশের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। এর জেরে বিরোধী দলনেতার কাছে আইনি নোটিশ পাঠিয়ে জবাব চেয়েছেন সুপ্রকাশ গিরি (Suprakash Giri)। মানহানি মামলা করা হবে বলে জানানো হয়।

 

 

Previous articleকোস্টারিকার কাছে ১-০ গোলে হার জাপানের
Next articleঅমানবিক! শাস্তি দিতে যোগী রাজ্যে খুদে পড়ুয়ার হাতে ড্রিল মেশিন চালালেন শিক্ষিকা