Wednesday, August 27, 2025

করোনা (Corona) আর মাঙ্কি পক্সের (Monkey Pox) থাবা থেকে মুক্ত হতে না হতেই বিশ্বের বুকে দাপট দেখাতে তৈরি নয়া ভাইরাস (Virus)। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization)বলছে এই ফুটবল বিশ্বকাপ (Qatar World Cup 2022)থেকেই নতুন মহামারী আত্মপ্রকাশ করতে চলেছে। বিশ্বকাপের মঞ্চ কাতার থেকে ছড়িয়ে পড়তে পারে বিপুল সংক্রামক ‘ক্যামেল ফ্লু’ (Camel flu) । অবিলম্বে এই বিষয়ে সাবধান না হলে ভবিষ্যতে বড় বিপদ হতে পারে বলে জানিয়েছেন WHO- এর কর্তারা।

সাধারণত পূর্ব এশিয়ার বিভিন্ন জায়গায় এই রোগটি ছড়িয়ে পড়ার খবর পাওয়া যায়। বিজ্ঞানের ভাষায় এটিকে Middle East respiratory syndrome (MERS) নামেও ডাকা হয়। মূলত উট থেকে ছড়ায় এই রোগ। তাই অনেকে ‘ক্যামেল ফ্লু’ বলছেন এই রোগকে। করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার পর এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে গেছে বলে মনে করছেন গবেষকরা। ডিজিজ এক্স-এর কী কী লক্ষণ হতে পারে তাই নিয়ে ইতিমধ্যেই গবেষণা শুরু হয়েছে। এই রোগের সংক্রমণ ঠেকানোর জন্য বিশেষজ্ঞরা সকলকে উট থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন। উটকে স্পর্শ করতে বারণ করছেন। কোনও সমস্যা দেখা দিলে (বিশেষ করে জ্বর) দ্রুত চিকিৎসকের সঙ্গে কথা বলতে বলা হয়েছে। এই ধরণের রোগ যদি মাথাচাড়া দেয় সেক্ষেত্রে মহামারির আকার নিতে তা বেশি সময় নেবে না আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রাথমিক ভাবে নিউমোনিয়া (Pneumonia), ডাইরিয়ার(diarrhea)মতো রোগ হতে পারে। ৩৫ শতাংশ ক্ষেত্রে রোগীর মৃত্যুর খবর মিলেছে বলেই হু – এর প্রাথমিক রিপোর্টে দেখা গেছে। তবে চিন্তা বাড়াচ্ছে বিশ্বকাপ ফুটবল (World Cup)। সম্প্রতি প্রকাশিত হওয়া এক রিপোর্টে বলা হয়েছে, সারা বিশ্ব থেকে প্রায় ১২ লক্ষ মানুষ বর্তমানে কাতারে হাজির হয়েছেন বিশ্বকাপ দেখতে। ফুটবলের দলের সদস্য, অনুরাগীরা তো বটেই, এই ভিড়ের কারণে স্থানীয়রা এবং পরবর্তীকালে প্রতিটি দেশের মানুষের মধ্যেই ছড়িয়ে পড়তে পারে এই রোগটি বলেই আশঙ্কা করা হচ্ছে।

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version