Tuesday, August 26, 2025

বিশ্বকাপের প্রথম ম‍্যাচে হারের পর শনিবার দ্বিতীয় ম‍্যাচে দুরন্ত কামব‍্যাক করে আর্জেন্তিনা। শনিবার রাতে মেক্সিকোকে ২-০ গোলে হারায় নীল-সাদার দল। সৌজন্যে সেই মেসি। আর্জেন্তিনার হয়ে দু’গোল করেন মেসি এবং ফের্নান্দেস। আর এই জয়ের ফলে বিশ্বকাপের শেষ ষোলোর রাস্তা খোলা রাখল নীল-সাদার দল। আর এই ম‍্যাচের পরই উচ্ছসিত আর্জেন্তাইন সুপারস্টার। বললেন, এ বার শুরু হল আসল বিশ্বকাপ। আমাদের ফাইনাল খেলতে হবে, আমরা কোনওরকম ভুল করতে পারি না।

ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে মেসি বলেন,” আজ থেকে আর্জেন্তিনার আসল বিশ্বকাপ শুরু হল। নিজেদের উপর বিশ্বাস ছিল। ফুটবলপ্রেমীদেরও বিশ্বাস রাখতে বলব। আমরা সেটাই করেছি, যেটা আমাদের করার দরকার ছিল। আমাদের সামনে কোনও দ্বিতীয় পছন্দ ছিল না। আমাদের জিততেই হত। আমরা শুধু নিজেদের উপরই ভরসা করেছিলাম।”

এখানেই না থেমে আর্জেন্তাইন অধিনায়ক আরও বলেন,” মেক্সিকো ভালো খেলছিল। আমরা প্রথমার্ধে অনেক বেশি জোর দিয়ে নেমেছিলাম। কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা শান্তভাবে খেলি এবং নিজেদের মধ্যে ফিরে আসি। এই জয়টা ড্রেসিংরুমে অনেকটাই স্বস্তি এনেছে এবং আমাদের অনেক আনন্দ দিয়েছে। প্রথম ম্যাচটা আমাদের ভুগিয়েছে, আর সেই হারের পিছনে অনেক কারণ ছিল। আমরা জানতাম এই ম্যাচে আমাদের জিততেই হবে, ভেবেছিলাম আরও একটি বিশ্বকাপ শুরু হল, আর দল হিসেবে আমরা জানি আমাদের কি করতে হবে।”

এবার সামনে এবার পোল্যান্ড। যারা সৌদি আরবকে ২-০ ফলে হারিয়েছে। সেই পোল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ নিয়ে মেসি বলেন,”আমরা এখনই হাল ছেড়ে দিতে পারি না। আমাদের ফাইনাল খেলতে হবে, আমরা কোনওরকম ভুল করতে পারি না।”

আরও পড়ুন:ভিলেন বৃষ্টি, ভেস্তে গেল ভারত-নিউজিল্যান্ড একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচ

 

Related articles

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই...
Exit mobile version