Tuesday, November 4, 2025

বিশ্বকাপের প্রথম ম‍্যাচে হারের পর শনিবার দ্বিতীয় ম‍্যাচে দুরন্ত কামব‍্যাক করে আর্জেন্তিনা। শনিবার রাতে মেক্সিকোকে ২-০ গোলে হারায় নীল-সাদার দল। সৌজন্যে সেই মেসি। আর্জেন্তিনার হয়ে দু’গোল করেন মেসি এবং ফের্নান্দেস। আর এই জয়ের ফলে বিশ্বকাপের শেষ ষোলোর রাস্তা খোলা রাখল নীল-সাদার দল। আর এই ম‍্যাচের পরই উচ্ছসিত আর্জেন্তাইন সুপারস্টার। বললেন, এ বার শুরু হল আসল বিশ্বকাপ। আমাদের ফাইনাল খেলতে হবে, আমরা কোনওরকম ভুল করতে পারি না।

ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে মেসি বলেন,” আজ থেকে আর্জেন্তিনার আসল বিশ্বকাপ শুরু হল। নিজেদের উপর বিশ্বাস ছিল। ফুটবলপ্রেমীদেরও বিশ্বাস রাখতে বলব। আমরা সেটাই করেছি, যেটা আমাদের করার দরকার ছিল। আমাদের সামনে কোনও দ্বিতীয় পছন্দ ছিল না। আমাদের জিততেই হত। আমরা শুধু নিজেদের উপরই ভরসা করেছিলাম।”

এখানেই না থেমে আর্জেন্তাইন অধিনায়ক আরও বলেন,” মেক্সিকো ভালো খেলছিল। আমরা প্রথমার্ধে অনেক বেশি জোর দিয়ে নেমেছিলাম। কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা শান্তভাবে খেলি এবং নিজেদের মধ্যে ফিরে আসি। এই জয়টা ড্রেসিংরুমে অনেকটাই স্বস্তি এনেছে এবং আমাদের অনেক আনন্দ দিয়েছে। প্রথম ম্যাচটা আমাদের ভুগিয়েছে, আর সেই হারের পিছনে অনেক কারণ ছিল। আমরা জানতাম এই ম্যাচে আমাদের জিততেই হবে, ভেবেছিলাম আরও একটি বিশ্বকাপ শুরু হল, আর দল হিসেবে আমরা জানি আমাদের কি করতে হবে।”

এবার সামনে এবার পোল্যান্ড। যারা সৌদি আরবকে ২-০ ফলে হারিয়েছে। সেই পোল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ নিয়ে মেসি বলেন,”আমরা এখনই হাল ছেড়ে দিতে পারি না। আমাদের ফাইনাল খেলতে হবে, আমরা কোনওরকম ভুল করতে পারি না।”

আরও পড়ুন:ভিলেন বৃষ্টি, ভেস্তে গেল ভারত-নিউজিল্যান্ড একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচ

 

Related articles

বিলাসপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা-আহতদের দ্রুত আরোগ্য কামনা অভিষেকের

ছত্তিশগড়ের বিলাসপুরে ট্রেন দুর্ঘটনায় (Train Accident) মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়...

বিশ্বকাপ জিতেই গিটার হাতে তৈরি জেমাইমা, কাকে দিলেন গান গাওয়ার প্রস্তাব?

ব্যাট হাতে রান তুলতে যেমন দক্ষ তেমনই গিটারের সুরেও সমান সাবলীল জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues )।  বিশ্বকাপ জিতেছে  গিটার...

প্লেনের টিকিট কাটার ৪৮ ঘণ্টার মধ্যে ভাবুন! বেঁচে যেতে পারে টিকিটের টাকা

বিমানে চাপার দুর্ভোগ নিয়ে অভিযোগে জেরবার ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। বিমানযাত্রীদের থেকে অভিযোগ গ্রহণ করতে বাধ্য হয়েছে...

বিচার বিভাগের নতুন প্রকল্পে ব্যয়ের সীমা বাড়াল রাজ্য 

রাজ্যের বিচার ব্যবস্থার উন্নয়নমূলক প্রকল্পগুলিতে ব্যয় করার ক্ষেত্রে আরও স্বাধীনতা পেল আইন ও বিচার দফতর। অর্থ দফতরের একটি...
Exit mobile version