Tuesday, August 26, 2025

শ্রদ্ধা কাণ্ডে ধৃত আফতাবের ওপর পুলিশ হেফাজতে তলোয়াল হাতে হামলা, আটক ২

Date:

শ্রদ্ধা খুনে অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালার(Aftab ameen poonawala) ওপর তলোয়ার হাতে হামলা চালালো একদল ব্যক্তি। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দিল্লির(Delhi) রোহিনি এলাকায়। পুলিশ(Police) হেফাজতে থাকাকালীন আফতাবের উপর এই হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় অভিযুক্ত দুজনকে আটক করেছে দিল্লি পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার তিহার জেল থেকে অভিযুক্ত আফতাবকে পলিগ্রাফ টেস্টের জন্য করা নিরাপত্তার সঙ্গে নিয়ে যাওয়া হয় ফরেন্সিক সাইন্স ল্যাবরেটরীতে। সেখান থেকে তিহার জেলে ফেরার সময় ল্যাবরেটরীর সামনে পুলিশ ভ্যানে তলোয়ার হাতে হামলা চালায় দুই ব্যক্তি। জানা গিয়েছে, অভিযুক্ত দুইজন হিন্দু সেনার সদস্য। ওই দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পাশাপাশি নিরাপত্তা বাড়ানো হয়েছে আফতাবের। পুলিশ হেফাজতে থাকা অভিযুক্তের উপর হিন্দু সেনার হামলার এই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

উল্লেখ্য, শ্রদ্ধা হত্যা মামলার অভিযুক্ত আফতাবকে গত শনিবার ১৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আপাতত তিহাড় জেলের বাসিন্দা সে। আফতাবকে তিহাড়ের চার নম্বর জেলে রাখা হয়েছে। নিরাপত্তার কারণে আলাদা সেলে সিসিটিভি ক্যামেরার নজরদারিতে রাখা হয়েছে। জেল সূত্রের খবর, সেলে ঢুকে নিশ্চিন্তে রয়েছে আফতাব। ঘুমিয়েছে সে। দুশ্চিন্তা ধরা পড়েনি। স্বাভাবিকই রয়েছে সে। জেল সূত্রের খবর, শ্রদ্ধাকে ৩৫ টুকরো করার পরেও আত্মগ্লানি নেই আফতাবের। এত বড় অপরাধ করেও দিব্য রয়েছে সে। তাঁর নৃশংসতা ও জেলবন্দি থাকাকালীন ভাবলেশহীন আচরণ দেখে রীতিমতো আশ্চর্য মনোবিদরা।

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...
Exit mobile version