Wednesday, November 12, 2025

গুজরাটে ভোটের মুখে বড় ধাক্কা, বিজেপি ছেড়ে কংগ্রেসে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী

Date:

সামনেই নির্বাচন, তার আগে গুজরাটে(Gujrat) বড় ধাক্কা খেল গেরুয়া শিবির। বিজেপি(BJP) ছেড়ে কংগ্রেসে(Congress) যোগ দিলেন গুজরাটের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী জয় নারায়ণ ভ্যাস। সোমবার কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গের হাত ধরে হাত শিবিরে যোগ দেন তিনি। এই যোগদান মঞ্চে উপস্থিত ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটও। ভ্যাসের পাশাপাশি কংগ্রেসে যোগ দিয়েছেন তাঁর পুত্রও।

গুজরাট রাজ্য গত ২৭ বছর ধরে বিজেপির হাতে থাকলেও সাম্প্রতিক সময়ে পদ্ম শিবিরে যে ঝড় উঠেছে তা বেশ বোঝা যাচ্ছে। পরিস্থিতি যে ভালো নয় তা আঁচ করেছে বিজেপিও। যার ফলে শেষ ৫ বছরে একাধিকবার মুখ্যমন্ত্রী বদল করতে হয়েছে এখানে। লেগে রয়েছে দলীয় কোন্দল। দিনকয়েক আগেই বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শঙ্করসিন বাঘেলার (Shankarsinh Vaghela) ছেলে। এবার সেই পথে হাঁটলেন চারবারের বিধায়ক জয় নারায়ণ ভ্যাস (Jay Narayan Vyas)। জানা গিয়েছে, বিজেপির টিকিটে মোট সাতবার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ভ্যাস। ২০১৭ সালে কংগ্রেস প্রার্থীর কাছে হারেন তিনি। বিজেপি এবার পছন্দের সিদ্ধাপুর আসন থেকে ভ্যাসকে দাঁড় করাতে রাজি নয়। সেটাই মূলত তাঁর দলত্যাগের কারণ। এ মাসের গোড়ার দিকেই বিজেপি ছাড়েন তিনি। বিজেপি ছাড়ার পর কংগ্রেস এবং আম আদমি পার্টি দু’দলেরই প্রস্তাব তাঁর কাছে ছিল। কিন্তু তিনি শেষমেশ কংগ্রেসকেই বেছে নিলেন তিনি।

উল্লেখ্য, টানা ২৭ বছর ক্ষমতায় থাকায় গুজরাটে বিজেপি বিরোধী হাওয়া প্রবল। তারপর মোরবির দুর্ঘটনা ‘গোদের ওপর বিষফোড়া’র মতো হয়েছে গেরুয়া শিবিরের জন্য। গতবারই পাঁচবারের মধ্যে সবচেয়ে কম আসনে জয় পায় মোদি-অমিত শাহদের (Amit Shah) দল। ১৮২ আসনের মধ্যে ঝুলিতে আসে ৯৯টি। কংগ্রেস পায় ৭৭ আসন। অন্যান্যরা ৬টি। এর মাঝে পাঁচ বছর অতিক্রান্ত। পাঁচবছরে মুখ্যমন্ত্রী বদল করতে হয়েছে পদ্ম শিবিরকে। শাসক বিজেপি (BJP) ও প্রধান বিরোধী কংগ্রেসের কপালে চিন্তার ভাঁজ ফেলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

Related articles

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...
Exit mobile version