Thursday, August 28, 2025

বিশ্বকাপে অঘটন, মরক্কোর কাছে বেলজিয়ামের হারে রাতভর দা*ঙ্গা ব্রাসেলসে

Date:

বিশ্বকাপের(World Cup) একের পর এক অঘটন জারি রয়েছে। সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হারের পর জাপান হারিয়েছে জার্মানিকে। এরপর মরক্কোর কাছে লজ্জার হার হারতে হয়েছে বেলজিয়ামকে। মরক্কোর(Morocco) কাছে বেলজিয়ামের(Belgium) এই হারের পর ক্ষুব্ধ বেলজিয়ামের সাধারণ মানুষ। তার প্রভাব এবার দেখা গেল বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে (Brussels)। দেশের হারে ক্ষুব্ধ জনতা শহর জুড়ে রীতিমতো দাঙ্গা চালালো। পুড়িয়ে দেওয়া হল একের পর এক গাড়ি। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো বেগ পেতে হলো পুলিশকে। গোটা ঘটনার বহু বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

ব্রাসেলস পুলিশের তরফে জানা গিয়েছে, বেলজিয়াম ও মরক্কোর সমর্থকরা মুখোমুখি হওয়ার পর অশান্তি চরম আকার ধারণ করে। তারই পরিণতি এই দাঙ্গা। গ্রুপ লিগের ম্যাচে ০-২ গোলে মরক্কোর কাছে বেলজিয়ামের হারের পর ব্রাসেলসের রাস্তায় দেশের পতাকা গায়ে জড়িয়ে জয় উদযাপন করতে নামে মরক্কোর কিছু সমর্থক। এদিকে দেশের হারে ক্ষোভে ফুঁসছিলেন বেলজিয়ামের সমর্থকরা। সেখানে মরক্কোর সমর্থকদের এই উদযাপন দেখে তাদের উপর হামলা চালানো হয়। মুহূর্তের মধ্যে তা সংঘর্ষের রূপ নেয়। রাস্তায় দাঁড় করানো একের পর এক গাড়ি ও স্কুটারে আগুন ধরিয়ে দেয় বেলজিয়ামের সমর্থকরা।ব্রাসেলস শহরের একাধিক জায়গায় গোলমাল বাধায় বেলজিয়ামের সমর্থকরা। ঘটনায় আহত হন বহু মানুষ। পরিস্থিতি সামাল দিতে জল কামান ও কাঁদানে গ্যাস নিয়ে মাঠে নামে পুলিশ। শেষ পর্যন্ত সন্ধে ৭টা নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আটক করা হয় বহু বিক্ষোভকারীকে।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version