Sunday, August 24, 2025

একুশের বিধানসভা নির্বাচনের (Assembly Election) ফ্লপ তারকাকে নিয়ে ফের পঞ্চায়েতের লড়াইয়ে নামছে বঙ্গ বিজেপি (BJP)। রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে এখন গেরুয়া শিবিরের হয়ে প্রচার করে বেড়াচ্ছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী (Actor Mithun Chakraborty)। গ্রামের সংখ্যালঘু মানুষের মন পেতে বিজেপির বিভিন্ন সভায় গিয়ে মিঠুন বলছেন, মুসলিমদের ভালোবাসা ছাড়া তিনি কখনই সুপারস্টার হতে পারতেন না। মিঠুনের আরও দাবি, বিজেপি নাকি মুসলিম বিরোধী নয়, বিজেপি একমাত্র রাজনৈতিক দল যারা মুসলিমদের উন্নয়নের কথা ভাবে।

গ্রামে ঘুরে ঘুরে মিঠুনের এমন হাস্যকর দাবিকে কটাক্ষ করেছে তৃণমূল (TMC)। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বিদ্রুপের সুরে বলেন, আগে মিঠুন চক্রবর্তী ঘোষণা করুন, তিনি রাজ্যসভার (RajyaSabha) লোভে আসেননি, তিনি বিজেপিকে ভালবেসে এসেছেন। এরপরই সুর চড়িয়ে কুণাল বলেন, “মিঠুন চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন কী করে? রাজ্যসভার লোভ থেকে আসেননি কাজ করতে এসেছেন, এটা আগে ঘোষণা করুন উনি। নন্দীগ্রাম জমি আন্দোলনের সময় এই মিঠুন চক্রবর্তী সিপিএম-এর মিছিলে (CPIM Rally) হেঁটেছিলেন। পরে মমতাদির (Mamata Banerjee) হাত ধরে ক্ষমা চেয়ে নেন। মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে রাজ্যসভায় পাঠিয়ে ছিলেন। সেদিন বলেছিলেন, বোনের প্রতি কৃতজ্ঞ থাকব। মাঝপথে এজেন্সির থেকে বাঁচতে কোথায় গেছিলেন। আবার উদয় হয়েছেন।”

অন্যদিকে, বিজেপির হয়ে প্রচারে এসে মিঠুন তৃণমূলের বিরুদ্ধে সমস্ত দলকে জোট বাঁধার আহবান জানিয়েছেন। এ প্রসঙ্গে মিঠুনকে খোঁচা মেরে কুণাল বলেন, “তাহলে মিঠুন চক্রবর্তী স্বীকার করে নিচ্ছেন যে তৃণমূলকে একা হারানোর মুরদ নেই ওনাদের। বিজেপি দেখছে, দিলীপ (Dilip Ghosh) দিয়ে হবে না, সুকান্ত (Sukanta Bhattachatya) দিয়ে হবে না, শুভেন্দু (Suvendu Adhikari) হবে না। তাই মিঠুনকে এনেছে। বিধানসভা ভোটেও এসেছিলেন, কী হয়েছে সবাই দেখেছে। উনি বলছেন, মমতা কংগ্রেস ছেড়ে তৃণমূলে গেছে। আরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যাননি, সিপিএমকে হারাতে তৃণমূল তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখন সেই সিপিএমকেই ডাকছেন মিঠুন।”

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version