Monday, November 10, 2025

আগামিকাল রাতে থাকবেন মুখ্যমন্ত্রী: সাজছে টাকি, আঁটোসাটো নিরাপত্তা

Date:

সুন্দরবন সফরে গিয়ে মঙ্গলবার টাকিতে রাত্রিবাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)। সেকারণে সেজে উঠছে টাকির (Taki) জনস্বাস্থ্য কারিগরি দফতরের বাংলো। নীল-সাদা রঙে সাজানো হয়েছে ভবন। নিরাপত্তার চাদরে মুড়েছে সীমান্ত শহর। মুখ্যমন্ত্রী সফর ঘিরে টাকি পুরসভার উদ্যোগে চলছে ইছামতির পাড়ে সৌন্দর্যায়নের কাজ। সাজানো হচ্ছে বিভিন্ন টুরিস্ট স্পট (Tourist Spot)।

পাশাপাশি, প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার বিষয়েও খামতি রাখা হচ্ছে না। টাকির এরিয়ান ক্লাবের মাঠে নামবে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার (Helicopter)। সেখানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সোমবার সকাল থেকেই টাকির এরিয়ান ক্লাব মাঠে হেলিকপ্টার ট্রায়ালের জন্য ওঠানামা করতে দেখা যায়। অন্যদিকে, ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে ইছামতি নদীতে লঞ্চ নিয়ে পুলিশের কড়া টহল চলছে। সুন্দরবন থেকে টাকিতে নেমে জনস্বাস্থ্য দফতরের বাংলোয় রাতে থাকবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বসিরহাটের পূর্ত, সেচ, জনস্বাস্থ্য ও পুলিশ প্রশাসন সহ একাধিক দফতরকে নিয়ে বৈঠক করার কথা রয়েছে তাঁর।

বরাবরই পর্যটনকে গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর উদ্যোগে ঢেলে সেজেছে বহু জায়গা। এবার সীমান্ত শহর টাকিতে রাত্রিবাস করবেন মুখ্যমন্ত্রী। টাকির উন্নয়নের জন্যেও একাধিক নির্দেশ দিয়েছিলেন তিনি। তাঁর নির্দেশেই বিভিন্ন উন্নয়নমূলক কাজের মধ্যে দিয়ে বাংলা তথা দেশের মানচিত্রে জায়গা করেছে টাকি। বেড়েছে পর্যটক, কর্মসংস্থান। মুখ্যমন্ত্রী নিজে টাকিতে রাত্রিবাসের পর উন্নয়নের বিষয়ে আর কী কী নির্দেশ দেন সেদিকে তাকিয়েই স্থানীয় মানুষ।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version