Wednesday, May 7, 2025

আজ বিশ্বকাপের দ্বিতীয় ম‍্যাচে নামছে ব্রাজিল। প্রতিপক্ষ সুইজারল্যান্ড। সার্বিয়াকে হারিয়ে দাপটে বিশ্বকাপ শুরু করেও অধিনায়ক নেইমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়রের গোড়ালির চোট ব্রাজিলকে বড় ধাক্কা দিয়েছে। গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছেন নেইমার। সোমবার রাতে গ্রুপ ‘জি’-র ম্যাচে সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে তিতের দল। নেইমারহীন ব্রাজিলের পরীক্ষা। তবে সেলেকাওদের এবারের দলটি একেবারেই নেইমার-নির্ভর নয়। কোচের হাতে একাধিক বিকল্প রয়েছে। তবে নেইমার বিশ্বকাপেই চোট সারিয়ে দ্রুত মাঠে নামার চেষ্টা করছেন। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ভক্তদের দেখিয়েছেন, তাঁর চোটের অবস্থা। ছবিতে স্পষ্ট, নেইমারের ডান পায়ের গোড়ালি এখনও ফুলে আছে।

রবিবার ফুটবলার মার্কুইনহোস বললেন, ‘‘নেইমার উন্নতি করছে। এখনই বলা যাবে না কবে ও মাঠে নামবে। তবে আমাদের আশা, খুব তাড়াতাড়ি ও ফিরবে।” নেইমারকে এখন ফ্রি-জোনে খেলান তিতে। তাঁর পরিবর্ত হিসেবে আক্রমণভাগে রডরিগো বা অ্যান্টনিকে ব্যবহার করতে পারেন ব্রাজিল কোচ। সার্বিয়া ম্যাচে মাঝমাঠে কাসিমেরোর পাশে খেলা পাকুয়েতা অসুস্থ। তাঁর পরিবর্তে খেলতে পারেন ফ্রেড। রাইট ব্যাক দানিলোও নেই। তাঁর জায়গায় অভিজ্ঞ দানি আলভেস অথবা এডের মিলিটাও খেলতে পারেন। ব্রাজিলের আক্রমণভাগ অন্যতম সেরা। সার্বিয়ার বিরুদ্ধে টটেনহ্যাম স্ট্রাইকার রিচার্লিসনের করা বাইসাইকেল কিকে গোলটি নিয়ে এখনও চর্চা চলছে। সোমবারের ম্যাচেও এমন গোলের চেষ্টা করবেন বলে জানিয়েছেন। অনুশীলনে নিয়মিত অ্যাক্রোবেটিক ভলিতে গোল করার অনুশীলন করেন। নেইমার না থাকলেও ম্যাচ জিততে অসুবিধা হবে না বলেই মনে করছে সেলেকাও শিবির। তিতের দল আক্রমণাত্মক টিম-গেমেই বিশ্বাসী।

এদিকে প্রতিপক্ষ হিসেবে সুইজারল্যান্ড যথেষ্ট শক্তিশালী। এমবোলো, শাকিরি, ভার্গাসরা প্রথম ম্যাচে ক্যামেরুনকে হারিয়ে ব্রাজিলের মুখোমুখি হচ্ছেন। গতবার রাশিয়া বিশ্বকাপে তিতের দলের সঙ্গে ম্যাচ ১-১ ড্র করেছিল সুইসরা। তাই প্রতিপক্ষ নিয়ে সতর্ক ব্রাজিল।

আরও পড়ুন:স্পেনের সঙ্গে ১-১ গোলে ড্র জার্মানির

 

Related articles

যুদ্ধ নয়, লক্ষ্য স্থির করে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার তথ্য পেশ দুই মহিলা সেনাকর্তার

কেন পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে হামলা তা নিয়ে কোনও ব্যাখ্যারই প্রয়োজন নেই। কিন্তু যারা প্রশ্ন তুলছেন হামলার ধরণ নিয়ে...

SSC নিয়ে আদালত অবমাননার মামলা গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট

২৬ হাজার চাকরি বাতিল মামলায় চাকরিহারাদের বেতন ফেরানোর সুপ্রিম নির্দেশ কার্যকরী হচ্ছে না অভিযোগ করে আদালত অবমাননার মামলা...

পহেলগামের জঙ্গি হামলার জবাব দিল ভারত, জয় ইন্ডিয়া! বললেন মুখ্যমন্ত্রী 

পহেলগামের জঙ্গি হামলার বদলা নিল ভারতীয় সেনা (Indian Army)। অপারেশন সিঁন্দুরের (Operation Sindoor) মাধ্যমে প্রায় ৯০ জঙ্গিকে মারল...

পহেলগামের প্রত্যাঘাতে খুশি স্বজনহারারা, জেনে নিন কেন ‘OPERATION SINDOOR’ নামকরণ

ভূস্বর্গের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে চোখের সামনে সবটা শেষ হয়ে গেছিল গত বাইশে এপ্রিল। পহেলগামে (Pahelgam attack)...
Exit mobile version