Sunday, May 4, 2025

গাড়িতে বসে মুখ্যমন্ত্রীর বোন, ক্রেন দিয়ে টানতে টানতে নিয়ে গেল পুলিশ

Date:

গাড়িতে বসে রয়েছেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডির(YS Jaganmohan Reddy) বোন ওয়াই এস শর্মিলা(YS Sharmila), আর সেই গাড়ি ক্রেন দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে পুলিশ। মঙ্গলবার সকালে ঠিক এই ঘটনার সাক্ষী থাকল তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের(KC Rao) বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন শর্মিলা যারগ জেরে এভাবেই তাঁকে ধরে নিয়ে গিয়ে আটক করে তেলেঙ্গানা পুলিশ(Telengala Police)।

তেলেঙ্গানার সরকার ও শাসকদল টিআরএসের(TRS) বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ কর্মসূচি জারি রেখেছেন শর্মিলা। তাঁর রাজনৈতিক দলের নাম ওয়াই এস তেলেঙ্গানা পার্টি। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সাড়ে তিন হাজার কিলোমিটার পদযাত্রা করেছেন শর্মিলা। গত সোমবার শর্মিলার দল এবং তেলেঙ্গানার শাসক দল টিআরএস-এর সমর্থদের মধ্যে হাতাহাতি হয়। যার জেরে শর্মিলাকে আটক করে তেলেঙ্গানা পুলিশ। এরপর মঙ্গলবার সকালে সমর্থকদের সঙ্গে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের বাসভবনের দিকে মিছিল করে এগোতে যান শর্মিলা। গাড়ি চালাচ্ছিলেন শর্মিলা নিজেই। প্রথমে সেই মিছিলে বাধা দেয় পুলিশ। তবে মিছিল থেকে পিছু হঠতে নারাজ ছিলেন শর্মিলা। এই পরিস্থিতে পুলিশ ক্রেন নিয়ে এসে শর্মিলার গাড়ি টানতে টানতে থানায় নিয়ে যায়। তখন গাড়ির ভিতরেই ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর বোন। তাঁকে এস আর নগর থানায় নিয়ে যাওয়া হয়।

গোটা ঘটনায় রীতিমত উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশ যখন শর্মিলার গাড়ি উঠিয়ে নিয়ে যাচ্ছিল, সেই সময় তাঁকে ঘিরে ছিলেন তাঁর সমর্থকরা। থানাতেও ভিড় করেন তাঁরা। চলে সরকার বিরোধী শ্লোগান। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...
Exit mobile version