Friday, August 22, 2025

গাড়িতে বসে মুখ্যমন্ত্রীর বোন, ক্রেন দিয়ে টানতে টানতে নিয়ে গেল পুলিশ

Date:

গাড়িতে বসে রয়েছেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডির(YS Jaganmohan Reddy) বোন ওয়াই এস শর্মিলা(YS Sharmila), আর সেই গাড়ি ক্রেন দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে পুলিশ। মঙ্গলবার সকালে ঠিক এই ঘটনার সাক্ষী থাকল তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের(KC Rao) বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন শর্মিলা যারগ জেরে এভাবেই তাঁকে ধরে নিয়ে গিয়ে আটক করে তেলেঙ্গানা পুলিশ(Telengala Police)।

তেলেঙ্গানার সরকার ও শাসকদল টিআরএসের(TRS) বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ কর্মসূচি জারি রেখেছেন শর্মিলা। তাঁর রাজনৈতিক দলের নাম ওয়াই এস তেলেঙ্গানা পার্টি। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সাড়ে তিন হাজার কিলোমিটার পদযাত্রা করেছেন শর্মিলা। গত সোমবার শর্মিলার দল এবং তেলেঙ্গানার শাসক দল টিআরএস-এর সমর্থদের মধ্যে হাতাহাতি হয়। যার জেরে শর্মিলাকে আটক করে তেলেঙ্গানা পুলিশ। এরপর মঙ্গলবার সকালে সমর্থকদের সঙ্গে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের বাসভবনের দিকে মিছিল করে এগোতে যান শর্মিলা। গাড়ি চালাচ্ছিলেন শর্মিলা নিজেই। প্রথমে সেই মিছিলে বাধা দেয় পুলিশ। তবে মিছিল থেকে পিছু হঠতে নারাজ ছিলেন শর্মিলা। এই পরিস্থিতে পুলিশ ক্রেন নিয়ে এসে শর্মিলার গাড়ি টানতে টানতে থানায় নিয়ে যায়। তখন গাড়ির ভিতরেই ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর বোন। তাঁকে এস আর নগর থানায় নিয়ে যাওয়া হয়।

গোটা ঘটনায় রীতিমত উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশ যখন শর্মিলার গাড়ি উঠিয়ে নিয়ে যাচ্ছিল, সেই সময় তাঁকে ঘিরে ছিলেন তাঁর সমর্থকরা। থানাতেও ভিড় করেন তাঁরা। চলে সরকার বিরোধী শ্লোগান। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version