Monday, November 3, 2025

খাস কলকাতায় বিদেশে চাকরির টোপ দিয়ে কয়েক লক্ষ টাকা হাতিয়ে উধাও প্রতারকরা

Date:

জীবনযুদ্ধে বেঁচে থাকার জন্য প্রত্যেকেরই প্রয়োজন একটা চাকরি।আর সেই চাকরি জোগাড় করতে গিয়ে প্রতারণা চক্রের ফাঁদে পড়ে সর্বস্বান্ত হলেন প্রায় সাত শতাধিক মানুষ।খাস কলকাতায় (Kolkata) অফিস খুলে চাকরি দেওয়ার নামে চলছিল এই প্রতারণা (Job Fraud)।
মাস দুয়েক ধরে দিব্যি চলছিল এই প্রতারণা।বাইরে থেকে দেখে বোঝার কোনও উপায় ছিল না যে পুরোটাই নাটক।কিন্তু শেষ রক্ষা হল না। প্রায় ২ মাস পর প্রতারণা চক্রের পর্দা ফাঁস হল।জানা গিয়েছে, বিদেশে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা তোলা হয়েছে । দমদমের নাগেরবাজার থানার দ্বারস্থ হয়েছেন প্রায় ৭০০জন। নাগেরবাজার থানায় বিক্ষোভ দেখান প্রতারিতরা।
প্রতারিতরা জানিয়েছেন, বিদেশে চাকরি দেওয়ার টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকার প্রতারণা চক্র চলছিল খাস কলকাতায়! রীতিমতো অফিস খুলে বিজ্ঞাপন দিয়ে জাল পেতেছিল প্রতারকরা।স্থানীয়রা জানিয়েছেন, মাস দুয়েক আগে দমদমের ঘোষপাড়ার বহুতলে তিনতলার একটি ঘর ভাড়া নিয়ে অফিস খোলে সাইবা কনসালটেন্সি নামের ওই সংস্থা। ইরাকে চাকরি দেওয়া হবে বলে অনলাইনে বিজ্ঞাপনও দেয় সংস্থাটি। অভিযোগ, চাকরি চেয়ে যোগাযোগ করলেই কারও থেকে ২০ হাজার, কারও থেকে ২৫ হাজার টাকা করে নেওয়া হত। এমনকী, বিশ্বাসযোগ্যতা তৈরি করতে ভুয়ো পাসপোর্ট, ভিসাও তৈরি করে দেওয়া হয় চাকরিপ্রার্থীদের। তারপর আচমকাই যোগাযোগ বন্ধ করে দেওয়া হয় তাদের সঙ্গে। সন্দেহ হতেই অফিসে ছুটে আসেন সকলে। কিন্তু সেখানেও ঝুলছে তালা।
শুধু পশ্চিমবঙ্গই নয়, অন্যান্য রাজ্যেও প্রতারণার জাল ছড়িয়েছিল প্রতারিতরা।এমনই মনে করছে পুলিশ।যেভাবে প্রতারণা করা হয়েছে, তাতে এর সঙ্গে পাকা মা্থা যুক্র বলে মনে করছেন তদন্তকারীরা। নাগেরবাজার থানার সামনে বিক্ষোভ দেখান প্রতারিতরা। নাটের গুরুর খোঁজ চালাচ্ছে পুলিশ।

 

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version