Wednesday, August 27, 2025

দীর্ঘ রোগভোগের পর প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়

Date:

দীর্ঘদিন রোগভোগের পর প্রয়াত সিপিএম নেতা তথা বাংলার প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়। আজ, মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই খবর জানিয়েছেন তাঁর কন্যা হিয়া মুখোপাধ্যায়। হিয়া আজ তাঁর পোস্টে লিখেছেন, ”লস্ট মাই ফাদার”, অর্থাৎ “বাবাকে হারালাম”। মৃত্যুকালে মানব মুখোপাধ্যায়ের বয়স হয়েছিল ৬৭ বছর।

মাস কয়েক আগে স্ট্রোক হওয়ার পর মল্লিকবাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন মানব মুখোপাধ্যায়। ডঃ জয়ন্ত রায়ের অধীনে চিকিৎসাধীন ছিলেন দীর্ঘদিন। তারপর কিছুটা স্থিতিশীল হতেই ছুটি দেওয়া হয়। বাড়ি যান তিনি। সম্প্রতি অবস্থার অবনতি হওয়ার পর তাঁকে ফের হাসপাতালে আনা হয়।

পারিবারিক সূত্রে খবর, চিকিৎসা কল্যাণের জন্য মানববাবুর দেহ এবং চোখ দান করা আছে। কমরেড মানব মুখার্জী আজ সকাল ১১-১০ নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়েছেন। ১১-৪৫ নাগাদ হাসপাতালে আনার পথেই প্রয়াত হয়েছেন। আজ চক্ষুদানের পর পিস ওয়ার্ল্ডে মরদেহ রাখা হবে। কাল ৩০ নভেম্বর সকাল ১০-০০ টায় বেড়িয়ে বেলেঘাটা পূর্বতন জোন অফিস,১১টায় পার্টি রাজ্য দপ্তর, ১১-৩০টায় জেলা দপ্তর হয়ে বেলা ১২-৩০ টায় মিছিল করে কলকাতা মেডিকাল কলেজে দেহদান করা হবে।

সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, “জীবন যুদ্ধের দীর্ঘ লড়াই শেষে কমরেড মানব মুখোপাধ্যায় আর আমাদের মাঝে রইলেন না। কমরেড মানব মুখোপাধ্যায় লাল সেলাম।”

১৯৯১ সালে বেলেঘাটা বিধানসভা কেন্দ্র থেকে প্রথমবার নির্বাচনে লড়াই করেই বিধায়ক নির্বাচিত হয়েছিলেন মানব মুখোপাধ্যায়। ২০১১ সাল পর্যন্ত বেলেঘাটা বিধানসভা কেন্দ্র থেকে টানা বিধায়ক ছিলেন তিনি। ২০১১ সালের নির্বাচনে লড়াই করেননি। বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রিসভায় দু’বার মন্ত্রী হয়েছিলেন মানব মুখোপাধ্যায়। প্রথমবার তথ্যপ্রযুক্তি মন্ত্রী এবং পরের দফায় পর্যটন মন্ত্রী ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া।

 

 

Related articles

পুজোর মেনুতে নতুন স্বাদ: বড় নির্দেশ রুফ-টপ রেস্তোঁরা নিয়ে

পুজোর মরশুম মানেই পেটপুজোর মরশুম। আর তাতে আলাদা মাত্রা যোগ করে শহরের রুফ টপ রেস্তোঁরাগুলি (roof top restaurant)।...

গুরুবারে TMCP-র প্রতিষ্ঠাদিবসে মেগা ছাত্র সমাবেশ, নির্দেশিকা দেবেন মমতা, বলবেন অভিষেকও

গুরুবারে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস। মেগা ছাত্র সমাবেশ মেয়ো রোডে। ২৮ অগাস্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই শহরে...

তিনিই নিয়োগ করেছিলেন, এবার গৌড়বঙ্গের উপাচার্যকে সরালেন রাজ্যপালই

রাজ্যের তালিকা অগ্রাহ্য করে বাংলার বিশ্ববিদ্যালয়গুলির উপর কার্যত এক নায়কতন্ত্র চালানোয় অভিযুক্ত রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C...

ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর, কী বললেন প্রধানমন্ত্রী মোদি?

চলতি বছরে ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর। ২০০২ সালের পর আবারও দাবা বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত। ২৩...
Exit mobile version