Wednesday, November 12, 2025

মেয়ের যোগ্যতা নিয়ে মিথ্যাচার! সুকান্তকে আইনি নোটিশ শান্তনুর, মানহানি মামলার হুঁশিয়ারি

Date:

সংঘাত চরমে। এবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আইনি নোটিশ দিলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। নির্দিষ্ট সময়ের মধ্যে ভুল স্বীকার করে ক্ষমা না চাইলে মানহানি মামলা করারও হুঁশিয়ারি দিলেন শান্তনু।

প্রসঙ্গত, রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের মেয়ের নাম জড়িয়ে টুইট করেন সুকান্ত মজুমদার। সেখানে শান্তনুবাবুর মেধাবী কন্যার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপি রাজ্য সভাপতি। তৃণমূল সাংসদের মেয়ে কী করে আরজিকরে মেডিক্যাল পড়ার সুযোগ পেলেন? তা নিয়ে প্রশ্ন তোলেন সুকান্ত মজুমজদার। এবার পাল্টা সুকান্ত মজুমদারকে আইনি নোটিশ পাঠালেন শান্তনু সেন। তাঁর মেয়ের বিরুদ্ধে কুৎসা ও মিথ্যাচার চালানোর অভিযোগ তুলেছেন শান্তনু সেন। সেই অভিযোগেই এবার আইনজীবী মারফত বিজেপি রাজ্য সভাপতিকে আইনি নোটিশ ধরালেন তৃণমূল সাংসদ।

শান্তনু সেনের মেয়ে ডাক্তারি পড়ছেন। যার পরিপ্রেক্ষিতে তৃণমূল সাংসদকে নিশানা করে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রশ্ন তোলেন, ”নিট পাস না করেই কীভাবে MBBS-এ ভর্তি হলেন?” সুকান্ত মজুমদারের দাবি, ২০২০ সালে NEET পাস না করেই MBBS-এ ভর্তি হন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের মেয়ে সৌমিলি সেন। ভর্তির ফর্মে সাংসদ হিসেবে বাবা শান্তনু সেন যে ভাতা পান, সেকথাও নাকি উল্লেখ করেননি!

এদিকে, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের এমন অভিযোগের পর চুপ করে থাকেননি তৃণমূল সাংসদ শান্তনু সেনও। সাংবাদিক সম্মেলনে মেয়ের নিট পাসের সার্টিফিকেট নিয়ে হাজির হন তিনি। হাতে মেয়ের সার্টিফিকেট নিয়ে সুকান্ত মজুমদারকে কড়া জবাব শান্তনু সেন। তিনি জানান, “প্রতিবছর ফার্স্ট হয়েছে। একবারেই নিট পাস করেছে।”

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version