Saturday, August 23, 2025

মেয়ের যোগ্যতা নিয়ে মিথ্যাচার! সুকান্তকে আইনি নোটিশ শান্তনুর, মানহানি মামলার হুঁশিয়ারি

Date:

সংঘাত চরমে। এবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আইনি নোটিশ দিলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। নির্দিষ্ট সময়ের মধ্যে ভুল স্বীকার করে ক্ষমা না চাইলে মানহানি মামলা করারও হুঁশিয়ারি দিলেন শান্তনু।

প্রসঙ্গত, রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের মেয়ের নাম জড়িয়ে টুইট করেন সুকান্ত মজুমদার। সেখানে শান্তনুবাবুর মেধাবী কন্যার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপি রাজ্য সভাপতি। তৃণমূল সাংসদের মেয়ে কী করে আরজিকরে মেডিক্যাল পড়ার সুযোগ পেলেন? তা নিয়ে প্রশ্ন তোলেন সুকান্ত মজুমজদার। এবার পাল্টা সুকান্ত মজুমদারকে আইনি নোটিশ পাঠালেন শান্তনু সেন। তাঁর মেয়ের বিরুদ্ধে কুৎসা ও মিথ্যাচার চালানোর অভিযোগ তুলেছেন শান্তনু সেন। সেই অভিযোগেই এবার আইনজীবী মারফত বিজেপি রাজ্য সভাপতিকে আইনি নোটিশ ধরালেন তৃণমূল সাংসদ।

শান্তনু সেনের মেয়ে ডাক্তারি পড়ছেন। যার পরিপ্রেক্ষিতে তৃণমূল সাংসদকে নিশানা করে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রশ্ন তোলেন, ”নিট পাস না করেই কীভাবে MBBS-এ ভর্তি হলেন?” সুকান্ত মজুমদারের দাবি, ২০২০ সালে NEET পাস না করেই MBBS-এ ভর্তি হন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের মেয়ে সৌমিলি সেন। ভর্তির ফর্মে সাংসদ হিসেবে বাবা শান্তনু সেন যে ভাতা পান, সেকথাও নাকি উল্লেখ করেননি!

এদিকে, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের এমন অভিযোগের পর চুপ করে থাকেননি তৃণমূল সাংসদ শান্তনু সেনও। সাংবাদিক সম্মেলনে মেয়ের নিট পাসের সার্টিফিকেট নিয়ে হাজির হন তিনি। হাতে মেয়ের সার্টিফিকেট নিয়ে সুকান্ত মজুমদারকে কড়া জবাব শান্তনু সেন। তিনি জানান, “প্রতিবছর ফার্স্ট হয়েছে। একবারেই নিট পাস করেছে।”

Related articles

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...
Exit mobile version