Saturday, August 23, 2025

আন্তর্জাতিক G-20 সামিটের সভাপতিত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করছে ভারত। এক বছর ধরে এই গোষ্ঠীর পরিচালনার ভার থাকবে ভারতের(India) হাতে। বছরভর বিভিন্ন রাজ্যে এবার অনুষ্ঠিত হবে বৈঠক। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এবার জি-টোয়েন্টির বৈঠক আয়োজনে বড় ভূমিকা নিতে চলেছে পশ্চিমবঙ্গ(West Bengal)। এই গোষ্ঠীর আন্তর্জাতিক মানের তিনটি বৈঠক হবে এ রাজ্যে।

প্রশাসনিক সূত্রে খবর জি-টোয়েন্টির প্রথম বৈঠকটিই হবে কলকাতায়। আগামী বছরের শুরুতেই কলকাতায় বৈঠকে বসবে জি-টোয়েন্টির ফিনান্সিয়াল ইনক্লুশন ওয়ার্কিং গ্রুপ বৈঠক হবে কলকাতায়। গোষ্ঠীর সদস্য সব দেশের অর্থ সচিবরা এই বৈঠকে থাকবেন। আগামী বছরের জানুয়ারি মাসের ৯ থেকে ১১ তে জে ডব্লিউ ম্যারিয়টে হবে বৈঠক। দ্বিতীয় বৈঠকও কলকাতায় হবে ফেব্রুয়ারির ৮ ও ৯ তারিখ। দুদিনের এই বৈঠকের বিষয় বিজ্ঞান ও গবেষণা। এটিও জে ডব্লিউ ম্যারিয়টেই হওয়ার কথা। এই বৈঠকে জি টোয়েন্টি সদস্য দেশের বিজ্ঞানীরা এবং বি‌জ্ঞান সংক্রান্ত সংস্থার প্রতিনিধিরাও থাকবেন। তৃতীয় বৈঠকটির বিষয় হল পর্যটন। এপ্রিলের ৩ থেকে ৫ শিলিগুড়ির মে ফেয়ার হোটেলে এই বৈঠক হবে। অতিথিদের আপ্যায়নে কোনও ত্রুটি রাখছে না রাজ্য সরকার। ইতিমধ্যেই ক্রেতা সুরক্ষা দফতরের প্রধান সচিব রোশনি সেনের তত্ত্বাবধানে একটি কমিটি তৈরি হয়েছে। তথ্য সংস্কৃতি দফতর থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। অতিথিদের শিলিগুড়ি থেকে চা বাগান দেখাতে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। কলকাতায় গঙ্গাবক্ষে ক্রুজে করে বিভিন্ন দর্শনীয় স্থান ঘোরানোর পরিকল্পনা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version