Sunday, May 4, 2025

করোনা কাটিয়ে সব দুর্যোগ পেরিয়ে ফের স্বমহিমায় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (28th KIFF)। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন যে এই বছর ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আসছেন অমিতাভ বচ্চন (Amitabh Bhachchan)। আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festival ) চলবে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত। এইবারের উৎসবে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনকে বিশেষ সম্মান জানাতে সম্মান জানাতে এক প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। যার উদ্বোধন করবেন জয়া বচ্চন (Jaya Bhachchan)। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন শাহরুখ খান (Shah Rukh Khan), পাশাপাশি মঞ্চে প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কেও (Saurav Ganguly) দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে।

কিছুদিন আগেই ৮০ তম জন্মদিন পালন করেছেন বিগ বি। এবার সেই ঘটনাকে স্মরণীয় করে রাখতে এবার অমিতাভ বচ্চনের বিভিন্ন মুহূর্তের ছবির পাশাপাশি তাঁর সিনেমার পোস্টার দিয়ে এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। একটি বিশাল পোট্রেটও থাকার কথা রয়েছে। এর সঙ্গে বলিউডের শাহেনশাকে নিয়ে তৈরি একটি শর্ট ফিল্মও দেখানো হবে প্রদর্শনীতে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। যদিও উৎসবের থিম এখনও জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে সব বাধা বিপত্তি দূরে সরিয়ে ফের পুরনো ছন্দেই ধরা দেবে এবারের সিনে উৎসব।

আসন্ন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে সামনে রেখে রাজ্য পর্যটন দফতর বিশেষ প্রচারাভিযানে নামছে। আগামী ১৫ ই ডিসেম্বর রাজ্যে শুরু হতে চলা চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়া ভিন রাজ্য তথা দেশের অতিথিদের সামনে রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্র সম্পর্কে প্রচার করা হবে। পর্যটন দফতর সূত্রে খবর এজন্য নন্দন চত্বরে আলাদা করে স্টল দেওয়া হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে কোথায় কী কী বেড়ানোর জায়গা আছে, তার পাশাপাশি এখানে এলে কোথায় কোথায় থাকা যায়, তার বিস্তারিত তথ্য তুলে ধরা হবে এখান থেকে। সেই কাজের জন্য ইতিমধ্যেই পর্যটন দফতরের তরফে স্টল দেওয়া হয়েছে।

 

Related articles

এসএসসি রায় পুণর্বিবেচনা: সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন রাজ্যের

রাজ্যের স্কুলগুলি চলার স্বার্থে ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরিহারা শিক্ষকদের চাকরি বাতিলের পদ্ধতি স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। কিন্তু সেটা...

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

৪ মে রবিবার ২০২৫১ গ্রাম        ১০ গ্রামপাকা সোনার বাট       ৯৩৯০ ₹    ৯৩৯০০...

আইরিশ গাল্রফ্রেন্ডের সঙ্গে নতুন পথ চলা শুরু শিখর ধওয়ানের

নতুন সম্পর্কের পথে চলা শুরু শিখর ধওয়ানের(Shikhar Dhawan)। হ্যাঁ কয়েকদিন আগে তিনি নিজেই সোশ্যাল মিডিয়াতে সেই কথা জানিয়ে...

রাষ্ট্রপতি শাসন! রাজ্যপালের সামশেরগঞ্জ-রিপোর্ট বিজেপি-কে খুশি করতে, তোপ তৃণমূলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অশান্তির প্রায় একমাস পার। জনজীবন স্বাভাবিক করে স্থানীয় মানুষ নিত্যদিনের কাজ থেকে ব্যবসা বাণিজ্য স্বাভাবিক করেছে।...
Exit mobile version