Monday, May 5, 2025

কাতার থেকে প্রিয় নেত্রীর জন্য বিশ্বকাপের বল উপহার হিসেবে আনছেন মদন

Date:

কাতারে বিশ্বকাপের কয়েকটি ম্যাচ দেখে শহরে ফিরছেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র৷ তবে কলকাতা ফেরার আগে দলনেত্রী তথা ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রীর জন্য বিশেষ উপহার নিয়ে আসছেন কামারহাটির তৃণমূল বিধায়ক৷ মদন নিজেই জানিয়েছেন, কাতার থেকে মুখ্যমন্ত্রীর জন্য এবারের বিশ্বকাপে যে বলে খেলা হচ্ছে সেই আল রিহালা তিনি আনছেন প্রিয় নেত্রীর জন্য।

বিধানসভার শীতকালীন অধিবেশনের মধ্যেই কয়েকদিনের জন্য কাতার বিশ্বকাপের সাক্ষী হতে গিয়েছেন মদন মিত্র। ব্রাজিলের সমর্থক মদন মিত্র প্রিয় দলের খেলা স্টেডিয়ামে বসে উপভোগ করেন। আর্জেন্টিনা- মেক্সিকোর খেলাও মাঠে বসে দেখেন মদন৷ গ্যালারিতে বসেই মুখ্যমন্ত্রীতে ধন্যবাদ জানান মদন৷

কলকাতা ফেরার আগেও মদন মিত্র বলছেন, “মুখ্যমন্ত্রী না থাকলে আমি এখানে আসতে পারতাম না৷ আমি পাবলিক সার্ভেন্ট৷ এখন অধিবেশন চলছে, তাই আমাকে হাজির থাকতেই হত৷ কিন্তু গত ২৩ তারিখ আমাকে বিধানসভায় দেখেই মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করলেন, তুমি এখনও যাওনি? আমি বললাম তুমিই তো বললে কয়েকদিন পরে যেতে৷ এ কথা শুনেই মুখ্যমন্ত্রী আমায় বললেন, যাও যাও ঘুরে এসো।”

এরপরে আর দেরি করেননি মদন মিত্র। ব্রাজিলের ফ্ল্যাগ গায়ে জড়িয়ে কলকাতা থেকে কাতারের উদ্দেশে রওনা দেন তিনি৷ ফেরার সময় মুখ্যমন্ত্রীর জন্য বিশ্বকাপের অফিসিয়াল বল নিয়ে আসছেন। কিন্তু উপহার হিসেবে কেন বলকে বেছে নিলেন তিনি? মদনের কথায়, “এই সেই মুখ্যমন্ত্রী যিনি সারা পৃথিবীকে দেখিয়েছেন খেলাধুলার পরিকাঠামো উন্নয়নে ক্লাবগুলিকে অনুদান দেওয়া৷ সরকারি ফুটবল তৈরির কারখানা তৈরি করে দিয়েছেন৷ তাই তাঁর জন্য উপহার হিসেবে এই ফুটবল নিয়ে যাচ্ছি৷”

Related articles

বহিরাগত এনে পূর্বপরিকল্পিত হিংসা, দ্রুত সত্য সামনে আসবে: মুর্শিদাবাদে বিস্ফোরক মুখ্যমন্ত্রী

বহিরাগত এনে পূর্বপরিকল্পিত হিংসা হয়েছে মুর্শিদাবাদে (Murshibad)। ধর্মীয় নেতা সেজে অনেকে ঘুরে বেড়িয়েছেন। উস্কানি দিয়েছেন। সোমবার, মুর্শিদাবাদ পৌঁছে...

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সহ অধিনায়ক হবেন না জসপ্রীত বুমরাহ

আগামী ২০ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে(WTC) যাত্রা শুরু করবে ভারত। ইংল্যান্ডের(England) বিরুদ্ধে তাদের ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট...

ভার্চুয়াল শুনানিতেই গ্রেফতার! জেলবন্দি অবস্থায় ‘হত্যায়’ আবার জেলে চিন্ময়কৃষ্ণ দাস

সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের যে কোনওভাবেই মাথা তুলে দাঁড়াতে দেবেন না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস (Mohammed Yunus),...

সব জায়গায় সব মন্দির আছে, বিজেপি-র এত রাগ কেন: জগন্নাথধাম নিয়ে মোক্ষম জবাব মমতার

পুরীর মন্দিরকে সম্মান করি। সব জায়গায় সব মন্দির আছে। দিঘায় জগন্নাথমন্দির নিয়ে বিজেপির কটাক্ষের মোক্ষম জবাব দিলেন মুখ্যমন্ত্রী...
Exit mobile version