Tuesday, August 12, 2025

কাতার থেকে প্রিয় নেত্রীর জন্য বিশ্বকাপের বল উপহার হিসেবে আনছেন মদন

Date:

কাতারে বিশ্বকাপের কয়েকটি ম্যাচ দেখে শহরে ফিরছেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র৷ তবে কলকাতা ফেরার আগে দলনেত্রী তথা ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রীর জন্য বিশেষ উপহার নিয়ে আসছেন কামারহাটির তৃণমূল বিধায়ক৷ মদন নিজেই জানিয়েছেন, কাতার থেকে মুখ্যমন্ত্রীর জন্য এবারের বিশ্বকাপে যে বলে খেলা হচ্ছে সেই আল রিহালা তিনি আনছেন প্রিয় নেত্রীর জন্য।

বিধানসভার শীতকালীন অধিবেশনের মধ্যেই কয়েকদিনের জন্য কাতার বিশ্বকাপের সাক্ষী হতে গিয়েছেন মদন মিত্র। ব্রাজিলের সমর্থক মদন মিত্র প্রিয় দলের খেলা স্টেডিয়ামে বসে উপভোগ করেন। আর্জেন্টিনা- মেক্সিকোর খেলাও মাঠে বসে দেখেন মদন৷ গ্যালারিতে বসেই মুখ্যমন্ত্রীতে ধন্যবাদ জানান মদন৷

কলকাতা ফেরার আগেও মদন মিত্র বলছেন, “মুখ্যমন্ত্রী না থাকলে আমি এখানে আসতে পারতাম না৷ আমি পাবলিক সার্ভেন্ট৷ এখন অধিবেশন চলছে, তাই আমাকে হাজির থাকতেই হত৷ কিন্তু গত ২৩ তারিখ আমাকে বিধানসভায় দেখেই মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করলেন, তুমি এখনও যাওনি? আমি বললাম তুমিই তো বললে কয়েকদিন পরে যেতে৷ এ কথা শুনেই মুখ্যমন্ত্রী আমায় বললেন, যাও যাও ঘুরে এসো।”

এরপরে আর দেরি করেননি মদন মিত্র। ব্রাজিলের ফ্ল্যাগ গায়ে জড়িয়ে কলকাতা থেকে কাতারের উদ্দেশে রওনা দেন তিনি৷ ফেরার সময় মুখ্যমন্ত্রীর জন্য বিশ্বকাপের অফিসিয়াল বল নিয়ে আসছেন। কিন্তু উপহার হিসেবে কেন বলকে বেছে নিলেন তিনি? মদনের কথায়, “এই সেই মুখ্যমন্ত্রী যিনি সারা পৃথিবীকে দেখিয়েছেন খেলাধুলার পরিকাঠামো উন্নয়নে ক্লাবগুলিকে অনুদান দেওয়া৷ সরকারি ফুটবল তৈরির কারখানা তৈরি করে দিয়েছেন৷ তাই তাঁর জন্য উপহার হিসেবে এই ফুটবল নিয়ে যাচ্ছি৷”

Related articles

বিজেপির ভাষা-সন্ত্রাস, প্রতিবাদে ‘বাংলার মাটি, বাংলার জল’-এ মুখরিত দিল্লি

বিজেপির বাংলা-বিদ্বেষ, ভাষা-সন্ত্রাসের বিরুদ্ধে সংসদ চত্বরে গর্জে উঠলেন তৃণমূল সাংসদরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন ভাষা আন্দোলনের। সেই...

শ্রাবনের শেষ লগ্নে বিদায়ী বর্ষার দাপট! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা 

চলতি সপ্তাহে শেষ হচ্ছে শ্রাবণ। কিন্তু বৃষ্টির (Rain) ইনিংস থামার কোনও পূর্বাভাস নেই উত্তরবঙ্গে। বরং রয়েছে বিদায়ী বর্ষায়...

দেবকে টক্করের বার্তা শিবপ্রসাদের, ‘ধূমকেতু’ মুক্তির দিনই ‘রক্তবীজ ২’ টিজার প্রকাশ

১৪ অগাস্ট মুক্তি পাচ্ছে 'ধূমকেতু'। দেব-শুভশ্রীর (Dev- Shubhashree Ganguly) মাখো মাখো প্রেমের ছবি নিয়ে হাইপ তুঙ্গে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের...

সাহস থাকলে লোকসভা ভেঙে দিয়ে দেশ জুড়ে SIR করুক বিজেপি : অভিষেক

ভোটার তালিকায় গরমিল থাকলে ভেঙে দিন লোকসভা, আগে বিজেপি মন্ত্রীরা পদত্যাগ করুন তারপর বিরোধীরা করবে। এরপর সারা দেশে...
Exit mobile version