Tuesday, November 4, 2025

মোমিনপুরে চারতলা আবাসনের ছাদে উদ্ধার যুবকের রহস্যজনক মৃ*তদেহ

Date:

যুবকের মৃ*ত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল মোমিনপুরের (Mominpur) ময়ুরভঞ্জ (Mayurbhanj) রোড (Road) এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃ*ত যুবক মহম্মদ সাজ্জাদ হোসেন (Sajjad Hossain), বয়স ২২ বছর। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার (Tuesday) থেকেই নিখোঁজ (Missing) ছিলেন এলাকারই বাসিন্দা ওই যুবক। এরপরই সাজ্জাদের পরিবার ও প্রতিবেশীরা তার খোঁজ শুরু করেন। অবশেষে বুধবার সকালে ময়ুরভঞ্জ রোড এলাকার একটি চারতলা আবাসনের ছাদ থেকে উদ্ধার হয় সাজ্জাদের মৃ*তদেহ।

আবাসনের প্রেসিডেন্টের দাবি, ছাদের চাবি তাঁর কাছেই থাকে। মঙ্গলবার থেকে ছাদে যাওয়ার জন্য তাঁর কাছ থেকে চাবি চাননি কেউই। বন্ধ ছিল ছাদ। তাহলে চারতলার ছাদে কীভাবে পৌঁছলেন যুবক তা নিয়ে উঠছে প্রশ্ন।

অন্যদিকে, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘুড়ি ওড়াতে খুব ভালোবাসতেন সাজ্জাদ। কোথাও ঘুড়ি ওড়ানোর সুযোগ পেলেই সেখানে চলে যেত। মোমিনপুরের চারতলার যে আবাসনে সাজ্জাদের দেহ মিলেছে তার পাশেই রয়েছে ছ’তলা একটি নির্মীয়মান বহুতল (Building)। দুই বহুতলের মাঝের দূরত্ব ২ ফুটেরও কম। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ঘুড়ি ওড়ানোর জন্যই নির্মীয়মান বহুতলটির ছ’তলার ছাদে গিয়েছিলেন সাজ্জাদ। এরপর ঘুড়ির সুতোয় টান দিতে গিয়েই ছ’তলার ছাদ থেকে সাজ্জাদ পড়ে যায় বলে অনুমান পুলিশের।

তবে ছেলের এমন মৃ*ত্যু মানতে নারাজ পরিবার। তাঁদের অভিযোগ খু*ন করা হয়েছে সাজ্জাদকে। কিন্তু পরিবারের তরফে এখনও পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version