Sunday, May 4, 2025

NDTV-এর একচেটিয়া মালিকানা অধিগ্রহণের পথে আদানি গোষ্ঠী! ইস্তফা প্রণয়- রাধিকার

Date:

নিউ দিল্লি টেলিভিশনের (NDTV) অধিকর্তা পদ থেকে ইস্তফা দিলেন প্রণয় রায় (Prannoy Roy) ও তাঁর স্ত্রী রাধিকা রায় (Radhika Roy)। পাশাপাশি এনডিটিভি-এর প্রতিষ্ঠাতা ছিলেন দু’জনেই। আর তারপরই বেসরকারি সংবাদমাধ্যমের রাশ নিজের হাতে প্রায় নিয়েই ফেললেন গৌতম আদানি (Gautam Adani)। মঙ্গলবারই বম্বে স্টক এক্সচেঞ্জকে (BSE) বিবৃতি দিয়ে এমন কথাই জানিয়েছে এনডিটিভি। একইসঙ্গে বেসরকারি সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে ওই পরিচালন গোষ্ঠীর বোর্ডে (Management Group) একই দিনে যোগ দিয়েছেন তিন নতুন অধিকর্তা সুদীপ্ত ভট্টাচার্য (Sudipto Bhattacharya), সঞ্জয় পুগালিয়া (Sanjay Pugalia) এবং সেন্থিল সিনিয়াহ চেঙ্গালভারায়ণ (Senthil Chengalvarayan)। এনডিটিভির ওই নতুন পরিচালন গোষ্ঠীর নাম আরআরপিআরএইচ (RRPRH)। এই তিনজন আদানি গ্রুপের মনোনীত ব্যক্তিরা সোমবারই আরআরপিআর হোল্ডিংসের নিয়ন্ত্রণ নেন। এঁদের মধ্যে সঞ্জয় পুগালিয়া আদানি গ্রুপের (Adani Group) মিডিয়া উদ্যোগের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং এডিটর-ইন-চিফ (Editor in Chief)।

গত অগাস্ট (August) মাসেই জানা গিয়েছিল, এনডিটিভি গোষ্ঠীর ২৯.১৮ শতাংশ শেয়ার আদানিদের হাতে চলে গিয়েছে। পরে এনডিটিভির তরফে জানানো হয়, যে পদ্ধতিতে তাদের সংস্থার শেয়ার নেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে তা কোনওভাবেই আইনসম্মত নয়। এনডিটিভি-র মূল প্রোমোটার সংস্থা আরআরপিআর-এর হেফাজতে থাকা একটা বড় অংশের শেয়ারের মালিকানা আদানির সংস্থার হাতে গেলেও এনডিটিভি-র ৬১.৪৫ শতাংশ শেয়ার (Share) এবং মূল মালিকানা সংস্থার প্রতিষ্ঠাতা প্রণয় রায় ও রাধিকা রায়ের হাতেই রয়েছে।

উল্লেখ্য, এক দশক আগে আদানি গোষ্ঠীর এই সংস্থা থেকে ৪০০ কোটি টাকারও বেশি সুদ মুক্ত ঋণ নিয়েছিল। বিনিময়ে তারা ওয়ারেন্ট জারি করে, যা কোম্পানিকে এনডিটিভি-এর ২৯.১৮ শতাংশ শেয়ার অধিগ্রহণ করার অনুমতি দেয়। ইতিমধ্যে বেসরকারি সংবাদ সংস্থার ২৯.১৮ শতাংশ এলেও ইতিমধ্যেই আরও ২৬ শতাংশ শেয়ার হস্তগত করার চেষ্টা শুরু করেছে। এনডিটিভি-এর শেয়ার যাঁদের কাছে অল্পমাত্রায় রয়েছে তাঁরা অর্থের বিনিময়ে ওই শেয়ার বিক্রি করতে পারবে। শেয়ার প্রতি দাম নির্ধারণ করা হয়েছে ২৯৪ টাকা। ২২ নভেম্বর থেকে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত এই প্রস্তাব কার্যকর হবে। সব মিলিয়ে ১.৬ কোটি শেয়ার কিনবে তারা। আর তা বাস্তবায়িত হলেই এনডিটিভি গোষ্ঠীর সিংহভাগ নিয়ন্ত্রণই চলে যাবে গৌতম আদানির হাতে।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version