Sunday, August 24, 2025

মামলা করে অভিষেকের সভা বন্ধের শুভেন্দুর ছক বানচাল, সভা হবে: জানাল আদালত

Date:

মামলা করে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সভা বন্ধের শুভেন্দু অধিকারীর (Shubhandu Adhikari) ছক বানচাল। প্রভাত কলেজের মাঠে সভা হবে-জানাল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। ৩ ডিসেম্বর কাঁথিতে জনসভা করার কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জ থেকে ঢিল ছোঁড়া দূরত্বে প্রভাত কলেজের মাঠে সভার প্রস্তুতি চলছে। তৃণমূলের এই সভা আসলে অধিকারীর পরিবারকে হেনস্থা করার চেষ্টা- এই অভিযোগে আদালতে দ্বারস্থ হন বিরোধী দলনেতা। বৃহস্পতিবার, দুপুরে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ জানায়, যে কোনও রাজনৈতিক দলের সভা-সমাবেশ করার অধিকার রয়েছে। সেখানে আদালত হস্তক্ষেপ করবে না। প্রভাত কলেজের মাঠেই অভিষেকের সভা হবে। তবে কয়েকটি শর্ত দিয়েছে আদালত।

বিচারপতি রাজাশেখর মান্থা (Rajashekhar Mantha) নির্দেশে জানান, সভায় শান্তি-শৃঙ্খলা যাতে বজায় থাকে তা নিশ্চিত করতে হবে পুলিশকে। একই সঙ্গে বিনা অনুমতিতে কেউ যাতে শান্তিকুঞ্জে ঢুকতে না পারেন সে বিষয়ে জেলা পুলিশ সুপারকে নিশ্চিত করতে হবে। পাশাপাশি, শব্দদূষণ যাকে না হয় সেটা দেখতে হবে। এলাকায় কোনও মানুষ যাতে সমস্যায় না পড়ে তা দেখার দায়িত্বও পুলিশ প্রশাসনের।

প্রায় একমাস আগে তেসরা ডিসেম্বর কাঁথিতে জনসভা করার কথা ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা ঘিরে শুধু কাঁথি নয়, গোটা পূর্ব মেদিনীপুর জুড়ে তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। আর তা দেখেই শুভেন্দু অধিকারী ভয় পেয়ে সভা বানচাল করতে আদালতে গিয়েছিলেন বলে অভিযোগ শাসকদলের। তবে, আদালতেও বিজেপি বিধায়ক BJP আপত্তি ধোপে টিকল না। সভা করতে পারবেন অভিষেক। জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version