Monday, August 25, 2025

কয়লা পাচারের তদন্তে ইডি স্ক্যানারে পুরুলিয়ার জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় !

Date:

ইডির (Enforcement Directorate) নোটিশ পেয়েই বৃহস্পতিবার দিল্লিতে সদর দফতরে হাজিরা দেন পুরুলিয়া জেলা পরিষদ সভাধিপতি ও তৃণমূল নেতা সুজয় বন্দ্যোপাধ্যায়ের (Sujoy Banerjee) । তাঁকে কয়লা পাচার মামলায় জেরার জন্য ডেকে পাঠায় ইডি। পুরুলিয়ার জেলা পরিষদের সভাধিপতির ভূমিকা এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটরের স্ক্যানারে।
কয়লা পাচার মামলায় অনুপ মাঝি (Anup Majhi) অর্থাৎ লালার ডায়েরি থেকে গুরুত্বপূর্ণ তথ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে। ইডি সূত্রে খবর, কয়লা পাচার মামলায় অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার ডায়েরিতে থেকে পাচার নিয়ে একাধিক তথ্য পাওয়া গিয়েছে। একইসঙ্গে মিলেছে এই চক্রে যুক্ত একাধিক জনের নাম। সেই সূত্রে ধরেই ডাকা হতে চলেছে বেশ কয়েকজনকে।
ইডি সূত্রে জানা গিয়েছে, কয়লা পাচারের তদন্ত করতে গিয়ে একাধিকবার সামনে এসেছে পুরুলিয়ার জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের নাম। সেই কারণেই তাঁর ভূমিকা খতিয়ে দেখতে দিল্লিতে ইডি সদর দফতরে বৃহস্পতিবার তলব করা হয় তাঁকে। একইসঙ্গে তদন্তের আধিকারিকরা জানিয়েছেন, লালার ডায়েরি থেকে কয়লা পাচারের টাকা (Coal Smuggling Money) কোথায় কোথায় যেত টাকা সেই সংক্রান্ত তথ্য মিলেছে। সেখানে কার কার কাছে যেত কয়লা পাচারের জন্য প্রোটেকশন মানি, সেই সূত্রও মিলেছে। সেই ডায়েরি সুজয় বন্দ্যোপাধ্যায়ের নামের উল্লেখও আছে বলে দাবি। এদিন ইডি তাঁকে সেই সংক্রান্ত প্রশ্নই জিজ্ঞাসাবাদ করছে।

জানা গিয়েছে, ইডির তরফে সুজয় বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হবে কয়লা পাচার চক্রের (Coal Smuggling Case) কারও সঙ্গে তাঁর কোনও যোগাযোগ কখনও হয়েছিল কিনা। কিংবা কোনওরকম আর্থিক লেনদেনে তিনি জড়িয়েছিলেন কিনা। পুরুলিয়ার জেলা পরিষদের সভাধিপতি হিসেবে কয়লা পাচার রুখতে তিনি কোনও পদক্ষেপ নিয়েছেন কিনা তাও জানতে চাওয়া হবে। এর আগে কয়লাপাচারকাণ্ডে রাজ্যের আট IPS অফিসারকেও তলব করে ED।

 

Related articles

কৃষ্ণনগরে বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে গুলি করে খুন!

বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে (College Student) গুলি (Fire) করে খুন। ঘটনায় তীব্র চাঞ্চল্য কৃষ্ণনগরে। সোমবার, দুপুর...

Petrol Diesel price: গোটা দেশে অপরিবর্তিত আজকের পেট্রোল-ডিজেলের দাম

২৫ অগাস্ট (সোমবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে লিটার প্রতি...

নুন চুরি! বিজেপি নেতার মদতে কোন্নগরে সক্রিয় নুন চুরি চক্র! তদন্তে পুলিশ

রাজ্যের শাসকদলের বিরুদ্ধে চুরির ‘ভিত্তিহীন’ অভিযোগে সরব হওয়া বিরোধী বিজেপির(BJP) নেতা-নেত্রীরাই চুরিতে অভিযুক্ত। সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও...

Gold Silver Price: ফের ঊর্ধ্বমুখি সোনা-রুপোর দাম

সোমবার ২৫ অগাস্ট, ২০২৫ ১ গ্রাম       ১০ গ্রাম পাকা সোনার বাট     ১০০৫০ ₹    ১০০৫০০ ₹ খুচরো পাকা সোনা   ১০১০০...
Exit mobile version