Tuesday, December 16, 2025

অভিষেকের বাবার দায়ের করা মানহানির মামলায় সশরীরে হাজিরা দিতে হবে শুভেন্দুকে: নির্দেশ আদালতের

Date:

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের করা মামলাতে অস্বস্তি বাড়ল শুভেন্দু অধিকারীর। একেবারে সশরীরে তাঁকে হাজিরার নির্দেশ শোনাল আলিপুর আদালত। আগামী ১৯ ডিসেম্বর এই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। তবে আদালতের নির্দেশ মেনে হাজিরা শুভেন্দু অধিকারী দেন কিনা সেদিকেই নজর সবার।

অভিষেকের বাবার করা ওই মানহানির মামলায় আজ ১ ডিসেম্বর বিরোধী দলনেতাকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিল আলিপুর আদালত। কিন্তু সেই নির্দেশ এড়ালেন বিজেপি বিধায়ক। তবে আদালতে হাজিরার নির্দেশে কোনও বদল হয়নি। ফের তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, আগামী ১৯ ডিসেম্বর শুভেন্দু অধিকারীকে হাজিরা দিতে হবে আদালতে।

কয়েক মাস আগেই শুভেন্দু দাবি করেছিলেন যে, অভিষেকের বাবা হাজার কোটি টাকার মালিক। কিন্তু অমিত বন্দ্যোপাধ্যায়ের দাবি, এই তথ্য ভুল এবং মিথ্যে। আগেই তিনি তাঁর আইনজীবী মারফত শুভেন্দুকে ক্ষমা চাওয়ার কথা বলে নোটিশ পাঠিয়েছিলেন। কিন্তু শুভেন্দু সেই নোটিশ অগ্রাহ্য করেন। তারপরেই তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেন তিনি। সেই মামলার প্রেক্ষিতেই শুভেন্দু অধিকারীকে হাজিরার নির্দেশ দিয়েছে আদালত।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা স্পষ্ট জানিয়েছেন, তাঁর পরিবারের অনেকে রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও তিনি নন। তিনি সম্পূর্ণ অন্য জগতের মানুষ, তাঁর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। তাঁর অভিযোগ, শুভেন্দু অধিকারী উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে মিথ্যে দাবি করেছেন। সেই কারণেই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।আর সেই মামলাতেই আলিপুর মুখ্য বিচার বিভাগীয় আদালত শুভেন্দু অধিকারীকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছে।

 

Related articles

মোটা অঙ্কের বাজেট নিয়ে মিনি নিলামে নামছে কেকেআর, দল পেতে পারেন ঈশ্বরণ

মঙ্গলবার আবুধাবিতে ২০২৬ সালের আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction)। ৭৭টি জায়গার জন্য নিলামে উঠবেন ৩৫০ ক্রিকেটার। এই ৩৫০...

বাংলা না কি জ্বলছে! গদি মিডিয়ার অপপ্রচারকে ধুয়ে দিলেন সাধু থেকে আমজনতা

বাংলা না কি জ্বলছে! এখানে খুন-জখমের রাজনীতি চলছে! আক্রান্ত হিন্দু! গদি মিডিয়া এই খবর করতে এসেছিল কলকাতায় আর...

রাজ্যের শিক্ষাক্ষেত্রকে কুক্ষিগত করার চেষ্টা! কেন্দ্রের অপচেষ্টার বিরুদ্ধে লোকসভায় সোচ্চার তৃণমূল

পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী শাসিত রাজ্যগুলিকে বাগে আনতে না পেরে এবার দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো লঙ্ঘন করে...

মতুয়াদের সঙ্গে প্রতারণা! রাজ্যসভায় বিজেপির পর্দাফাঁস সাংসদ মমতাবালা ঠাকুরের

পশ্চিমবঙ্গে বসবাসকারী লক্ষ লক্ষ মতুয়াকে ভুল বুঝিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করছে মোদি সরকার ও বিজেপি—এমনই অভিযোগ তুলে সোমবার...
Exit mobile version