Sunday, August 24, 2025

FIFA WC 2022 : সৌদিকে হারিয়েও স্বপ্নভঙ্গ মেক্সিকোর, এবারের মতো বিশ্বকাপ থেকে বিদায় !

Date:

জটিল সমীকরণে বুধবার মধ্যরাতের জোড়া ম্যাচ শুরু হয়েছিল। একদিকে আর্জেন্টিনার (Argentina) শেষ ষোলোতে যাওয়ার লড়াই। প্রথম থেকেই আক্রমণের মুডে ছিলেন আর্জেন্টিনার প্লেয়াররা। মেসির (Lionel Messi) পেনাল্টি মিস হওয়া সত্ত্বেও শেষ হাসি হাসলেন তাঁরাই। তবে হাই ভোল্টেজ এই ম্যাচের পাশাপাশি গ্রুপের আরেক ম্যাচে মুখোমুখি হয়েছিল সৌদি আরব ও মেক্সিকো (Saudi Arab v/s Mexico)। সেখানে দুই দলের কাছে সুযোগ ছিল শেষ ১৬-তে যাওয়ার। কিন্তু হল না। কোনও দলই পারল না যেতে। মেক্সিকো (Mexico) ম্যাচে ২-১ গোলে জিতলেও শেষ হাসি হাসতে পারল না। বিশ্বকাপ (FIFA WORLD CUP) থেকে বিদায় জোড়া দলেরই।

আর্জেন্টিনাকে হারিয়ে চমক দিয়েছিল সৌদি আরব।যেই দল অতীতে মাত্র ১টা গোল বিশ্বকাপে করতে পেরেছিল তাঁরা, আর্জেন্টিনাকে পর্যুদস্ত করেছিল এটাই ছিল অপ্রত্যাশিত। এরপর এশিয়া মহাদেশের এই দেশের উপর প্রত্যাশা বাড়তে থাকে। যদিও পোল্যান্ড-এর কাছে হারতে হয়েছিল সৌদিদের।তাও বিশ্বকাপের শেষ ১৬-তে যাওয়ার রাস্তা খোলা ছিল। কিন্তু সেটাও হল না মেক্সিকোর কাছে হেরে শেষ হল বিশ্বকাপের অভিযান। তবে মেক্সিকোর ক্ষেত্রেও একই ছবি। সৌদি আরবকে ২-১ গোলে হারালেও শেষ ১৬-তে যাওয়া হল না তাঁদেরও।

খাতায়-কলমে অনেকটা এগিয়ে থেকে লড়াইটা শুরু করলেও মাঠে বিন্দুমাত্র দাপট রাখতে পারিনি মেক্সিকো। প্রথম ৪৫ মিনিটে একাধিকবার বিপক্ষকে সুযোগ করে দিয়েছিল এই দল। যদিও তা কাজে লাগাতে পারেনি সৌদিরা। দ্বিতীয়ার্ধে অবশ্য আক্রমণাত্মক মেজাজেই খেলা শুরু করে মেক্সিকো।পুরো ম্যাচে নিজেদের দাপট ধরে রাখার ফলও মেলে হাতেনাতে। ৪৭ মিনিটের মাথায় গোল পেল মেক্সিকো। সিজার মন্তেজের পাস থেকে জোরালো শটে গোল করে যান হেনরি মার্টিন। ৫২ মিনিটে ফের গোল। ফ্রি কিক থেকে গোল করেন মেক্সিকোর লুই শাভেজ। ৬০ মিনিটের মাথায় আক্রমণ শুরু করে সৌদি আরব।অতিরিক্ত সময়ের ৫ মিনিটে একটি গোল শোধ করে সৌদি আরব। কিন্তু ততক্ষণে আর্জেন্টিনা বনাম পোল্যান্ড ম্যাচ শেষ হয়ে গেছে তাই মেক্সিকোর কাছে আর কোনও রাস্তায় খোলা ছিল না বিশ্বকাপে টিকে থাকার।

 

Related articles

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...
Exit mobile version