Tuesday, May 6, 2025

আজ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম‍্যাচে নামছে জার্মানি, জিততেই হবে মুলারদের

Date:

আজ বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম‍্যাচে নামছে জার্মানি। প্রতিপক্ষ কোস্টারিকা। কাতার বিশ্বকাপে খাদের কিনারায় দাঁড়িয়ে চারবারের চ্যাম্পিয়ন জার্মানি। যা পরিস্থিতি, তাতে শেষ ম্যাচে কোস্টারিকার বিরুদ্ধে জয় চাই টমাস মুলারদের। হারলে বা ড্র করলেই বিদায় নিশ্চিত। প্রসঙ্গত, চার বছর আগে রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছিল জার্মানি!

২ ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে এই মুহূর্তে গ্রুপের ‘লাস্ট বয়’ জার্মানরা। সমান ম্যাচে চার পয়েন্ট নিয়ে শীর্ষে স্পেন। গ্রুপের বাকি দু’টি দল জাপান ও কোস্টারিকার পয়েন্ট তিন। তবে গোল পার্থক্যে এগিয়ে দ্বিতীয় স্থানে জাপান। ফলে জার্মানদের শুধু জিতলেই চলবে না। জিততে হবে বড় ব্যবধানে। কারণ বৃহস্পতিবার স্পেন ও জাপানের ম্যাচ যদি ড্র হয়, তাহলে পাঁচ পয়েন্ট নিয়ে নকআউটে উঠে যাবে স্প্যানিশরা। কিন্তু জার্মানি ও জাপানের পয়েন্ট হবে সমান (চার)। গোল পার্থক্যে এই মুহূর্তে সামান্য এগিয়ে রয়েছে জাপানিরা। তবে স্পেন জাপানকে হারিয়ে দিলেই শেষ ষোলোর টিকিট পেয়ে যাবেন জার্মানরা। তবে শর্ত একটাই, কোস্টারিকাকে হারাতেই হবে। কিন্তু জাপান যদি স্পেনকে হারিয়ে দেয়, তাহলে নিজেদের ম্যাচ জিতলেও জার্মানি ছিটকে যাবে। কারণ তখন স্পেন ও জার্মানির পয়েন্ট সমান হলেও, গোল পার্থক্যে অনেকটাই পিছিয়ে রয়েছেন জার্মানরা। মুলার অবশ্য এতসব জটিল অঙ্ক নিয়ে মাথা ঘামাচ্ছেন না। জার্মান তারকা সাফ জানাচ্ছেন, ‘‘কোস্টারিকার বিরুদ্ধে যে কোনও মূল্যে তিন পয়েন্ট চাই। আমাদের কাজ হল মাঠে নেমে ম্যাচটা জেতা। তারপর অঙ্ক নিয়ে মাথা ঘামাব।’’ জার্মান সমর্থকরাও সেটাই ভাবছেন। জার্মানি শেষ ষোলোয় নেই, এটা ভাবাও বেশ কঠিন।


 

Related articles

আজ মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা, ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ

ওয়াকফ সংশোধনী আইন (WAQF ammendment act) নিয়ে অশান্তির জেরে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে আজ দেখা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...
Exit mobile version