Tuesday, May 6, 2025

আজ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম‍্যাচে নামছে জার্মানি, জিততেই হবে মুলারদের

Date:

আজ বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম‍্যাচে নামছে জার্মানি। প্রতিপক্ষ কোস্টারিকা। কাতার বিশ্বকাপে খাদের কিনারায় দাঁড়িয়ে চারবারের চ্যাম্পিয়ন জার্মানি। যা পরিস্থিতি, তাতে শেষ ম্যাচে কোস্টারিকার বিরুদ্ধে জয় চাই টমাস মুলারদের। হারলে বা ড্র করলেই বিদায় নিশ্চিত। প্রসঙ্গত, চার বছর আগে রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছিল জার্মানি!

২ ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে এই মুহূর্তে গ্রুপের ‘লাস্ট বয়’ জার্মানরা। সমান ম্যাচে চার পয়েন্ট নিয়ে শীর্ষে স্পেন। গ্রুপের বাকি দু’টি দল জাপান ও কোস্টারিকার পয়েন্ট তিন। তবে গোল পার্থক্যে এগিয়ে দ্বিতীয় স্থানে জাপান। ফলে জার্মানদের শুধু জিতলেই চলবে না। জিততে হবে বড় ব্যবধানে। কারণ বৃহস্পতিবার স্পেন ও জাপানের ম্যাচ যদি ড্র হয়, তাহলে পাঁচ পয়েন্ট নিয়ে নকআউটে উঠে যাবে স্প্যানিশরা। কিন্তু জার্মানি ও জাপানের পয়েন্ট হবে সমান (চার)। গোল পার্থক্যে এই মুহূর্তে সামান্য এগিয়ে রয়েছে জাপানিরা। তবে স্পেন জাপানকে হারিয়ে দিলেই শেষ ষোলোর টিকিট পেয়ে যাবেন জার্মানরা। তবে শর্ত একটাই, কোস্টারিকাকে হারাতেই হবে। কিন্তু জাপান যদি স্পেনকে হারিয়ে দেয়, তাহলে নিজেদের ম্যাচ জিতলেও জার্মানি ছিটকে যাবে। কারণ তখন স্পেন ও জার্মানির পয়েন্ট সমান হলেও, গোল পার্থক্যে অনেকটাই পিছিয়ে রয়েছেন জার্মানরা। মুলার অবশ্য এতসব জটিল অঙ্ক নিয়ে মাথা ঘামাচ্ছেন না। জার্মান তারকা সাফ জানাচ্ছেন, ‘‘কোস্টারিকার বিরুদ্ধে যে কোনও মূল্যে তিন পয়েন্ট চাই। আমাদের কাজ হল মাঠে নেমে ম্যাচটা জেতা। তারপর অঙ্ক নিয়ে মাথা ঘামাব।’’ জার্মান সমর্থকরাও সেটাই ভাবছেন। জার্মানি শেষ ষোলোয় নেই, এটা ভাবাও বেশ কঠিন।


 

Related articles

আজও রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস, উইকেন্ডে চড়বে পারদ!

মঙ্গলে কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে। বিকেলের পর বৃষ্টি (Rain) ভিজতে পারে কলকাতাসহ পার্শ্ববর্তী একাধিক জেলা। বৃহস্পতিবার থেকে হালা...

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মঞ্চে শাহরুখ, মন জিতলেন অনুরাগীদের 

তিনি বলিউডের বাদশা, যেখানেই যান সেখানেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। এবার বিশ্বমানের ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫- এও...

NRI কোটায় মেডিক্যালে ভর্তির তদন্তে সাতসকালে শহর জুড়ে ইডি হানা

মেডিক্যালে ভর্তির দুর্নীতি (Medical scam) নিয়ে তদন্তে মঙ্গলের সকালে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টটের (ED )আধিকারিকরা।...

টানা ১২ দিন ধরে সীমান্তে গোলাবর্ষণ পাকিস্তানের, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার বাড়ছে উত্তেজনা

সীমান্ত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে একটানা ১২ দিন ধরে ভারতীয় সেনা (Indian Army Camp) ছাউনিকে টার্গেট করে...
Exit mobile version