Tuesday, August 26, 2025

খেলা চলাকালীন মাঠেই বেটিং, প্রায় ৮৫০০ টাকার বাজি জিতলেন মেসি!

Date:

Share post:

খেলা ঘিরে বেটিংচক্র। তা নিয়ে থানা-পুলিশ, আইন-আদালত কম হয়নি। নাম জড়িয়েছে তাবড় খেলোয়াড়দেরও। তাই বলে, খেলা চলাকালীন বিশ্বের প্রথম সারির ফুটবলার বাজি লড়ছেন! তাও আবার প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের সঙ্গে! এটাই ঘটেছে বুধবার মাঝ রাতে আর্জেন্টিনা-পোলান্ডের (Argentina- Poland) ম্যাচে। আর যাঁর দুজন বেটিং করেছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিয়োনেল মেসি (Leonel Messi) ও পোল্যান্ডের গোলরক্ষক ওজসিয়েক শেজনি।

ম্যাচ চলাকালীন এই কাণ্ডে তাঁকে ফিফা বহিষ্কার করতে পারে কি না তা নিয়ে মশকরা করেন শেজনি। কিন্তু কী নিয়ে বাজি লড়েছিলেন তাঁরা? জিতলেনই বা কীকরে?

সূত্রের খবর, প্রথমার্ধে ৩৬ মিনিটের মাথায় একটি পেনাল্টি পায় আর্জেন্টিনা। যেভাবে মেসির মুখের সামনে থেকে শেজনি বলটা সরিয়ে দেন, সেটা ফাউল বলেই মনে করেন রেফারি। পেনাল্টি হবে কি না নিশ্চিত হতে তিনি যখন দেখতে গিয়েছেন, সেই সময়ই মেসির সঙ্গে মাঠেই বাজি লড়েন পোলিশ গোলরক্ষক। বলেন, “১০০ ইউরোর অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৮৫০০ টাকা বেট- রেফারি কোনভাবেই পেনাল্টি দেবে না। কিন্তু মেসির কাছে বেট হেরে গিয়েছি।“ খেলা শেষে নিজেই জানান শেজনি।

বাজি হারলেও পেনাল্টি বাঁচান পোলিশ গোলরক্ষক। যদিও শেষ পর্যন্ত দু’টি গোল আর আকটাতে পারেননি শেজনি। ম্যাচ হারে পোলান্ড। তবে, বাজি হেরেও মেসিটে টাকা দেবেন না বলে জানিয়েছেন শেজনি। কৌতুক করে তিনি বলেন, “মেসির প্রচুর আছে। ওর ওই ১০০ ইউরোর কোনও প্রয়োজন নেই। আমি ওকে কোনও টাকা দেব না।”

তবে, মেসির পেনাল্টি বাঁচাতে ভাগ্য প্রয়োজন হয় বলে মত পোলিশ গোলরক্ষকের। এবারের বিশ্বকাপে ২টি পেনাল্টি বাঁচিয়ে ইতিমধ্যেই খবরে শেজনি।

 

 

spot_img

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...