Saturday, May 3, 2025

গুজরাট: খাড়্গের ‘রাবণ’ মন্তব্যে কংগ্রেসকে পাল্টা তোপ মোদির

Date:

প্রথম দফার নির্বাচন চলছে গুজরাটে(Gujrat)। এমন দিনেই গুজরাটে নির্বাচনী প্রচারে কংগ্রেসকে(Congress) প্রবল আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। এদিন গুজরাটের কালোলের(Kalol) জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “কেউ আমায় রাক্ষস বলছে, কেউ আরশোলা। কংগ্রেসে অন্দরে বোধহয় প্রতিযোগিতা চলছে, কে মোদিকে কতটা খারাপ কথা বলতে পারে।”

গুজরাটে একদিকে যখন প্রথমদফা নির্বাচন উপলক্ষ্যে ভোটের লাইনে সাধারন মানুষ। অন্যদিকে দ্বিতীয় দফার নির্বাচনকে মাথায় রেখে জোর কদমে প্রচার চালাতে দেখা গেল হেভিওয়েটদের। এই তালিকায় খোদ মোদির পাশাপাশি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বর্তমান মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেল। এদিন কালোল ও হিম্মতনগরে জনসভা ছিল নরেন্দ্র মোদির। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “শুনলাম, শ্রদ্ধেয় খাড়্গেজি আমার সঙ্গে রাবণের তুলনা করেছে। যাঁরা কোনওদিন রামের অস্তিত্বকেই স্বীকার করেননি, তাঁরা আবার রামায়ণ থেকে রাবণকে টেনে আনছেন।” মোদির কথায়, এই ধরনের মন্তব্য বলার পরে অনুশোচনা হওয়া তো দূরের কথা, দুঃখপ্রকাশ পর্যন্ত করা হয় না। একইসঙ্গে তিনি বলেন, “কেউ আমায় রাক্ষস বলছে, কেউ আরশোলা। কংগ্রেসে অন্দরে বোধহয় প্রতিযোগিতা চলছে, কে মোদিকে কতটা খারাপ কথা বলতে পারে।”

উল্লেখ্য, কিছুদিন আগে নরেন্দ্র মোদির যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস নেতা মধুসূদন মিস্ত্রি। এরপর মঙ্গলবার আহমেদাবাদের এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মোদিকে রাবনের সঙ্গে তুলনা করেন মল্লিকার্জুন খাড়্গে। তিনি বলেন, “মোদিজি প্রধানমন্ত্রী। কিন্তু তিনি কাজকর্ম ভুলে বিধানসভা নির্বাচন, পুরসভা নির্বাচনের প্রচারই করে চলেছেন। কতবার আপনার মুখ আমাদের দেখতে হবে? আপনার কটা রূপ? রাবণের মতো কি আপনার ১০০ টা মাথা?” খাড়্গের সেই মন্তব্য নিয়ে শুরু হয় বিতর্ক। বৃহস্পতিবার একদিকে যখন নির্বাচন চলছে গুজরাটে তখন রাজ্যের অন্যপ্রান্ত থেকে কংগ্রেসকে আক্রমণ শানালেন নরেন্দ্র মোদি।

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...

রাজনৈতিক একনায়কতন্ত্র! গণমাধ্যমের স্বাধীনতায় ভারতকে টপকালো বাংলাদেশও

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারে সরব হয়েছিল ভারত। অথচ দেখা যাচ্ছে ক্ষমতা হস্তান্তর হওয়া বাংলাদেশেও গণমাধ্যমের (mass media) স্বাধীনতা...

বিবাহ বিচ্ছেদের পথে যিশু! সারা-নীলাঞ্জনাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো অভিনেতার

দীর্ঘ একুশ বছরের দাম্পত্যে কি তাহলে পাকাপাকিভাবে বিচ্ছেদের সিলমোহর পড়তে চলেছে? যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)ও নীলাঞ্জনা সম্পর্ক নিয়ে...
Exit mobile version