Thursday, November 13, 2025

জেরায় মুখে কুলুপ সুবীরেশের! সিবিআইকে হেফাজতে চাইতে পরামর্শ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Date:

নিয়োগ দুর্নীতি মামলায় (Teacher Recruitment Case) কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নজরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের (North Bengal University) প্রাক্তন উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য (Subiresh Bhattacharya)। গ্রেফতার (Arrest) হওয়ার পর থেকে তিনি তদন্তে কতটা সহযোগিতা করছেন? বৃহস্পতিবার সিবিআই-এর (CBI) কাছে তা জানতে চেয়েছিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। এদিন সকালেই সিবিআই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জানায় সুবীরেশ তদন্তে (Investigation) কোনওরকমভাবেই সহযোগিতা করছেন না। তিনি বর্তমানে জেল হেফাজতে (Jail Custody) রয়েছেন। কিন্তু সেখানে গিয়েও বারবার তাঁকে জিজ্ঞাসাবাদ (Interrogation) করলেও কোনও সদুত্তর পাওয়া যায়নি।

পাশাপাশি তদন্তে সহযোগিতা না করার কারণেই সম্প্রতি সুবীরেশের জামিনের আবেদনও খারিজ হয়ে গিয়েছে বলে এদিন উল্লেখ করেছে সিবিআই। এরপরই বিচারপতি বলেন, তিনি যদি সহযোগিতা না করেন তাহলে তাঁকে হেফাজতে চেয়ে আদালতের কাছে আবেদন করুন। বিচারপতি আরও প্রশ্ন করেন, আপনারা কোন পরিস্থিতিতে কোনও অভিযুক্তকে দিল্লি, অসম বা ভুবনেশ্বরে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যেতে পারেন? উদাহরণ হিসেবে তিনি তুলে ধরেন, সুপ্রিম কোর্টের (Supreme Court of India) নির্দেশে রাজীব কুমারকে (Rajeev Kumar) শিলং (Shillong) নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের প্রসঙ্গও।

এরপরই বিচারপতির প্রশ্নের উত্তরে সিবিআই আধিকারিকরা জানান, কখন কাউকে বাইরে নিয়ে যাওয়া হয়, সেটা বিভিন্ন পরিস্থিতির ওপর নির্ভর করে। তবে সুবীরেশকে ভট্টাচার্যকে হেফাজতে না নিলে কোনও তথ্য জানা সম্ভব নয় বলে এদিন মন্তব্য করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকদের নির্দেশ দেন, আপনারা সুবীরেশ ভট্টাচার্যকে হেফাজতে নেওয়ার আবেদন জানান। তারপর আমি তাঁকে অন্য কোথাও নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেব। তবে শুধু সুবীরেশই নন একই ধরনের নির্দেশ দিতে হবে মানিক ভট্টাচার্যের ক্ষেত্রেও।

এদিন হাইকোর্টে সিবিআই জানায়, মানিক ভট্টাচার্য সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ পেয়েছেন। সে ক্ষেত্রে বিচারপতি জানান, যত দ্রুত সম্ভব রক্ষাকবচ খারিজের আবেদন করুন। আমাকে কী আবার সিট পুনর্গঠন করতে হবে?

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version