Monday, August 25, 2025

ভারতে এসে চূড়ান্ত হেনস্থার শিকার কোরিয়ার তরুণী ইউটিউবার! মুম্বাইয়ে গ্রেফতার ২

Date:

দক্ষিণ কোরিয়া (South Korea) থেকে ভারতে (India) ঘুরতে আসা এক মহিলা ইউটিউবারকে (you Tuber) উত্যক্ত করার অভিযোগ। ইতিমধ্যে ২ যুবককে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মুম্বাইয়ের খারের ব্যস্ত রাস্তায় লাইভ করছিলেন ওই ইউটিউবার। আর তখনই তাঁর হাত ধরে টানাটানির অভিযোগ ওঠে ওই দুই যুবকের বিরুদ্ধে। তবে শুধু হাত ধরে টানার মধ্যেই আটকে থাকেনি বিষয়টি। জোর করে কোরিয়ান মহিলার গালে চুমু দেওয়ার চেষ্টা এবং তাঁকে বাইকে ওঠারও প্রস্তাব দেওয়া হয়। মহিলাকে উত্যক্ত করার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral)। আর ভিডিও সামনে আসার পরই নড়েচড়ে বসে প্রশাসন। ইতিমধ্যে অভিযুক্তদের গ্রেফতার (Arrests) করেছে পুলিশ। মুম্বই পুলিশ (Mumbai Police) জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে ইতিমধ্যে যৌ*ন হেনস্থার মামলা রুজু করা হয়েছে।

এদিকে দক্ষিণ কোরিয়ার ইউটিউবারের হেনস্থার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন এক টুইটার ব্যবহারকারী। মিনিটখানেকের ওই ভিডিওতে দেখা গিয়েছে কীভাবে অভিযুক্তরা ইউটিউবারকে হেনস্থা করছে। এরপর ওই মহিলা হাঁটতে হাঁটতে এগিয়ে গেলে অভিযুক্তরা স্কুটার নিয়ে তাঁর পিছু নেন। মহিলাকে গাড়িতে চাপিয়ে বাড়ি পৌঁছে দেওয়ার জন্যও জোর করেন তাঁরা। তবে মহিলা আপত্তি জানানোয় তাঁরা স্কুটার নিয়ে পালিয়ে যান। যদিও পুরো বিষয়টি বুদ্ধি করে সামাল দেন ওই মহিলা ইউটিউবার। আর তারপরই ওই যুবকদের হাত থেকে রেহাই পান তরুণী।

এদিকে ঘটনার পর বাড়ি ফিরে ওই তরুণী সোশ্যাল মিডিয়ায় লেখেন, লাইভ ভিডিও স্ট্রিমিংয়ের (Live Video Streaming) সময় একজন যুবক আমাকে হেনস্থা করে। এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য আমি যথেষ্ট চেষ্টা করেছি। ওর সঙ্গে এক বন্ধুও ছিল। আমি বেশি কথা না বলে চলে যাওয়ার আপ্রাণ চেষ্টা করলে ওঁরা আমাকে বিরক্ত করতে থাকেন। কিন্তু কেউ কেউ দাবি করেছেন আমি নাকি ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটিয়েছি। তাঁদের এই মন্তব্যের জন্য লাইভ স্ট্রিমিংয়ের আগে আমাকে আরও একবার ভাবতে হবে। এখানে এসে আমার এক তিক্ত অভিজ্ঞতা হয়েছে।

Related articles

পুণ্যের টানে ৬১জন একই ট্রাক্টরে! ট্রাকের ধাক্কায় যোগীরাজ্যে মৃত ৮

একটি ট্রাক্টরে একসঙ্গে ৬১ জন। সকলেই পুণ্যার্থী। উত্তর প্রদেশ থেকে রাজস্থানে পুণ্য লাভের আশায় যাওয়ার পথে ট্রাক্টরে ট্রাকের...

মহিলা সংঘের ভোটে বিপুল জয় তৃণমূলের, অন্য সমিতিতে জিতেই নন্দীগ্রামে ‘তাণ্ডব’ বিজেপির!

নন্দীগ্রামের সমবায় নির্বাচনে একদিকে নাটশাল–১ মহিলা সংঘে বিপুল জয় পেল তৃণমূল, অন্যদিকে বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বোর্ড...

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...
Exit mobile version