Sunday, August 24, 2025

‘প্রশাসন পরিচালনার সুবিধার জন্যই নতুন জেলা গঠনের উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী’, বিধানসভায় জানালেন চন্দ্রিমা

Date:

রাজনৈতিক কারণে নয় প্রশাসন পরিচালনার সুবিধার জন্যই নতুন জেলা গঠনের উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় একথা জানিয়ে দিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। (Chandrima Bhattachariya) ব্রিটিশ আমলের জেলা ভাগ সংক্রান্ত আইন বাতিল করার উদ্দ্যেশ্যে আনা একটি বিলের ওপর আলোচনার সময় তিনি একথা জানান। বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে বিজেপির একাধিক বিধায়ক কিসের ভিত্তিতে জেলা বিভাগ করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন।জবাবে চন্দ্রিমা জানান, প্রশাসনকে আরও গতিশীল করতে এই উদ্যোগ।সরকারি প্রকল্প, পরিষেবার সুযোগ যাতে প্রত্যেক মানুষের কাছে সমান ভাবে পৌঁছায় তা নিশ্চিত করতেই নতুন জেলা গড়ার উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী। সেকারণেই বাম আমলের ১৯ জেলার সংখ্যা বর্তমানে বেড়ে হয়েছে ২৩।

বুধবার বিধানসভার চলতি অধিবেশনের শেষ দিনে পেশ করা হয় ‘‘দ্য বেঙ্গল ডিস্ট্রিক্ট্‌স (রিপিলিং) বিল, এর ফলে ব্রিটিশ আমলে তৈরি ১৮৬৪ সালের ‘বেঙ্গল ডিস্ট্রিক্ট্স অ্যাক্ট’ বা জেলা আইন বাতিল হয়ে যাবে। তবে পুরনো জেলা আইনে ইতিমধ্যে যা সিদ্ধান্ত হয়েছে, তার মান্যতা বজায় থাকবে। নতুন বিলে বলা হয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে পুরনো জেলা আইন অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে। পুরনো বিলে বলা ছিল লেফট্যানেন্ট গভর্নরের সম্মতি ক্রমে নতুন জেলা গঠন করা যাবে। বর্তমানে হাইকোর্টের অনুমতি সাপেক্ষে এই সিদ্ধান্ত নিতে পারে নির্বাচিত রাজ্য সরকার। তাছাড়া অঙ্গরাজ্যে লেফট্যানেন্ট গভর্নরের পদটিও অধুনা বিলুপ্ত।তাই ব্রিটিশ আমলের ওই আইন এখন তামাদি হয়ে গেছে।তাই আইন কমিশনের সুপারিশে তা বাতিল করা হল বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

আরও পড়ুন- দল বেঁধে আলিপুর জেল মিউজিয়াম ঘুরে দেখলেন তৃণমূল বিধায়করা, সঙ্গী স্পিকারও

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version