Friday, August 22, 2025

ক‍্যামেরুন ম‍্যাচে দল বদল, রিজার্ভ বেঞ্চের শক্তি পরখ করতে চান তিতে

Date:

শুক্রবার রাতে গ্রুপ পর্বের শেষ ম‍্যাচে নামছে ব্রাজিল। প্রতিপক্ষ ক‍্যামেরুন। ইতিমধ্যেই শেষ ষোলাতে পৌঁছে গিয়েছে সেলেকাওরা। তাই গ্রুপ পর্বের শেষ ম‍্যাচে নিজের রিজার্ভ বেঞ্চের শক্তি পরখ করে নেওয়ার জন্য শুক্রবারের ম্যাচটাকেই বেছে নিচ্ছেন ব্রাজিলীয় কোচ তিতে।

চোটের কারণে গ্রুপ পর্বের দুই ম‍্যাচে খেলতে পারেনি নেইমার। চোটের পাশাপাশি হালকা জ্বরও হয় ব্রাজিলিও তারকার। এখন খবর শুধু নেইমার নয়, অসুস্থ আলেক্স সান্দ্রো, অ্যান্টোনি ডস স্যান্টোস, অ্যালিসন বেকার, লুকাস পাকুয়েতা, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা-সহ একাধিক ফুটবলার। কারও হালকা জ্বর ও গায়ে ব্যথা রয়েছে তাদের।

তবে দলে এত সমস্যা থাকলেও ঘাবড়াচ্ছেন না তিতে। বরং নকআউট নিশ্চিত করে ফেলার পর, নিজের রিজার্ভ বেঞ্চের শক্তি পরখ করে নেওয়ার জন্য শুক্রবারের ম্যাচটাকেই বেছে নিচ্ছেন ব্রাজিলীয় কোচ। ব্রাজিলের নামী পত্রিকা ‘ও গ্লোবো’-র রিপোর্ট, ক্যামেরুনের বিরুদ্ধে রিচার্লিসনের বদলে শুরু করবেন গ্যাব্রিয়েল জেসুস। বিশ্রাম দেওয়া হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র ও রাফিনহাকেও। তাঁদের পরিবর্তে দুই উইংয়ে খেলবেন গ্যাব্রিয়েল মার্তিনেলি এবং অ্যান্টনি। এছাড়া মাঝমাঠে কাসিমিরোর জায়গায় আসবেন ফাবিনহো।

ব্রাজিলের রক্ষণেও আমূল পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। নিয়মিত দুই সেন্ট্রাল ডিফেন্ডার থিয়াগো সিলভা ও মারকুইনহোসের বদলে শুরু করতে পারেন এদের মিলিতাও এবং ব্রেমের। শুধু তাই নয়, চলতি বিশ্বকাপে প্রথমবার খেলবেন দানি আলভেজও। লেফট ব্যাকে সান্দ্রোর জায়গায় অ্যালেক্স তেলেস। তবে দলে বড় পরিবর্তন করলেও, সেলেকাওরা কিন্তু ক্যামেরুনকে হালকাভাবে নিচ্ছে না।

আরও পড়ুন:আজ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম‍্যাচে নামছে জার্মানি, জিততেই হবে মুলারদের

 

 

Related articles

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...

নতুন রঙ নতুন আনন্দ: বাংলার দুর্গাপুজোকে মোদির বন্দনায় কটাক্ষ তৃণমূলের

বাংলায় পুজো করতে গেলে আদালতের অনুমতি লাগে। প্রায় প্রতিদিন ছুটে ছুটে এসব প্রচার করে বেড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা...
Exit mobile version