Sunday, August 24, 2025

দু-দুবার ইন্টারভিউ দিলেও প্রকাশ হয়নি মেধাতালিকা, ফের ধর্নায় আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা

Date:

শিক্ষক নিয়োগের (Teacher Recruitmet) জট কেটেও যেন কাটছে না। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ ছিল নভেম্বরের (November) দ্বিতীয় সপ্তাহেই আপার প্রাইমারির মেধাতালিকা (Candidate List) প্রকাশ করতে হবে। কিন্তু সেই মেধাতালিকা এখনও জমা হয়নি বলেই খবর। ফলে ২০১৪ সালে আপার প্রাইমারি টেটে পাস করা ও দু-দুবার ইন্টারভিউ দেওয়া চাকরিপ্রার্থীরা ফের ক্ষোভ প্রকাশ করলেন।

তাঁদের ভবিষ্যত কী? এখনও মেধাতালিকা প্রকাশ না হওয়ায় কী করবেন বুঝে উঠতে পারছেন না তাঁরা। অগত্যা মেধাতালিকা প্রকাশের দাবিতে ধর্মতলায় (Dharmatala) মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে ফের অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসলেন দু’দুবার ইন্টারভিউ দেওয়া প্রার্থীরা। তাঁদের দাবি ৩১ ডিসেম্বরের মধ্যে মেধাতালিকা প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া শেষ করতো হবে এসএসসি-কে। যতক্ষণ পর্যন্ত না যোগ্য প্রার্থীরা চাকরি পেয়ে স্কুলে শিক্ষকতার চাকরিতে যোগ দিচ্ছে, ততদিন পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলবে।

উল্লেখ্য, আপার প্রাইমারির নোটিফিকেশন (Upper Primary Notification) হয়েছিল ২০১৪ সালের ৩০ জানুয়ারি। ফের অনলাইনে নোটিফিকেশন (Online Notification) হয় ২০১৫ সালের ১০ জুন। পরীক্ষা নেওয়া হয় ২০১৫ সালের ১৬ আগস্ট। ফলাফল প্রকাশিত হয় ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর। লেখা পরীক্ষায় উত্তীর্ণদের ইন্টারভিউ নিয়েও সেসময় ব্যাপক টালবাহানা হয়। প্রথম ইন্টারভিউ হয় ২০১৯ সালের জুলাই মাসে। মেধাতালিকা প্রকাশ হয় ২০১৯ সালের ৪ অক্টোবর। তারপরই মামলা হয় আদালতে। এরপর ২০২০ সালের ১১ ডিসেম্বর ফের তালিকা প্রকাশ হয়। মামলার জেরে দুটি মেধাতালিকা বাতিল করা হয়।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version