Monday, May 5, 2025

আইসিসের তরফ থেকে অবশেষে আবু ইব্রাহিম আল-কুরেশির মৃত্যুতে সিলমোহর দেওয়া হল। বৃহস্পতিবার নতুন নেতা বেছে নিল তারা।ইউক্রেনে যুদ্ধে শুরু হওয়ার বেশ কিছু দিন আগেই খবরের শিরোনামে উঠে আসেন আইসিস নেতা আবু ইব্রাহিম আল-কুরেশি ওরফে আবু ইব্রাহিম আল-হাশিমি আল-কুরেশি ওরফে আমির মহম্মদ সইদ আব্দ আল-রহমান আল-মাওলা! তাঁকে খতম করা হয়েছে বলে দাবি করে আমেরিকা।
সূত্রের খবর, সম্প্রতি সিরিয়ায় আতমে গ্রামে মার্কিন বিশেষ বাহিনী রাতভর অভিযান চালায়। তাতেই খতম হয় আইসিস নেতা আবু ইব্রাহিম আল-কুরেশি । ঘটনার সত্যতা স্বীকার করে উচ্ছ্বাস প্রকাশ করেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সংবাদমাধ্যমকে মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছিল, বিপদ বুঝে আবু ইব্রাহিম নিজেই একটি বোমা ফাটান। তাতেই সপরিবার মৃত্যু হয় তাঁর। অন্যদিকে, এই অভিযান সম্পর্কে সিরিয়ার সরকার জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে মোট ১৩টি মৃতদেহ উদ্ধার করেছে তারা।

পরে আবু ইব্রাহিম আল-কুরেশির সম্পর্কে অনেক অজানা তথ্য সামনে আসে। জানা যায়, কখনও ‘প্রফেসর’ , আবার কখনও ‘ডেস্ট্রয়ার’ নামে ডাকা হত তাঁকে। সূত্রের দাবি, সংগঠনের দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার আগেই ‘ইয়াজি’দের গণহত্যার মতো ঘটনা ঘটিয়েছিলেন আবু ইব্রাহিম।
সংগঠন পরিচালনার ক্ষেত্রে আবু ইব্রাহিমের নিজস্ব কিছু ধরন ছিল। প্রবল ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন তিনি। খবরের শিরোনামে থাকাও খুব একটা পছন্দ করতেন না। তারপরও মার্কিন এবং ইরাকি গোয়েন্দাদের নজর এড়াতে পারেননি তিনি।
আইসিসের সংবাদমাধ্যম ‘আল ফুরকান’-য়ে একটি অডিয়ো বার্তা প্রকাশিত হয়েছে। তাতে নেতার মৃত্যু এবং নতুন নতুন নেতার নাম জানানো হয়েছে। সেই অডিয়ো বার্তায় আইসিসি মুখপাত্র আবু ওমর অল-মুহাজের জানিয়েছেন, সর্বশক্তিমানের শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে করতে মৃত্যু হয়েছে তাদের নেতা আবু আল হাসান আল হাশমি আল কুরেশির।
জঙ্গি সংগঠনটি তাদের নতুন নেতার নামও জানিয়ে দিয়েছে। আইসিস মুখপাত্র জানিয়েছেন, আবু আল হাসান আল হাশমি আল কুরেশির পর প্রধানের পদে আসছেন আবু আল হুসেন আল হুসেইনি আল কুরেশি। কিন্তু তিনি কে এবং কোন বিশেষত্বের কারণে তাঁকে এই পদে আনা হল, তা জানা যায়নি। পশ্চিমের সংবাদমাধ্যমও নতুন আইসিস প্রধান সম্পর্কে অন্ধকারে। যদিও আইসিসের তরফ থেকে নতুন নেতার পরিচয়ে জানানো হয়েছে, তিনি একজন ‘পুরনো যোদ্ধা’।

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version