Sunday, May 4, 2025

‘মাছ ভাজা’ বিতর্ক! তৃণমূলের ক্ষোভে সহমত বামেরাও, চাপে ক্ষমা প্রার্থনা পরেশের

Date:

‘গ্যাস সিলিন্ডার দিয়ে কী করবেন? বাঙালিদের জন্য মাছ ভাজার দায়িত্ব দেওয়া হয়েছে নাকি?’ গুজরাটের নির্বাচনী প্রচারে (Gujrat Election Campaign) গিয়ে সম্প্রতি এমনই মন্তব্য করেছিলেন অভিনেতা তথা বিজেপি নেতা পরেশ রাওয়াল। আর তাঁর এমন মন্তব্যের পরই নিন্দার ঝড় ওঠে বিভিন্ন মহলে। জাতিবিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ ওঠে অভিনেতার বিরুদ্ধে। অবশেষে চাপের মুখে পড়ে ক্ষমা চাইলেন অভিনেতা (Paresh Rawal Apologizes)। দাবি করলেন, ‘বাঙালি’ বলতে তিনি অবৈধ বাংলাদেশী এবং রোহিঙ্গাদের বুঝিয়েছেন। পরেশের এমন মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের (AITC) পক্ষ থেকে টুইট করে বাঙালিদের অপমানের তীব্র বিরোধিতা করা হয়েছে। অন্যদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। পাশাপাশি পিছিয়ে নেই সিপিএমও। শুক্রবারই তালতলা থানায় এফআইআর দায়ের করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Selim)।

বৃহস্পতিবারই গুজরাটে নির্বাচন শুরু হয়েছে। সেখানেই গত মঙ্গলবার বিজেপির হয়ে ভোটপ্রচারে এসে রোহিঙ্গা ইস্যু তুলে ধরেন পরেশ রাওয়াল। এই প্রসঙ্গে তিনি বলেন, গ্যাস সিলিন্ডারের (Gas Cylinder) দাম বাড়ছে, কিন্তু আগামী দিনে দাম কমবে। সাধারণ মানুষের কর্মসংস্থান হবে। কিন্তু আপনাদের আশপাশে যদি রোহিঙ্গা ও বাংলাদেশীরা থাকতে শুরু করে তাহলে কী করবেন গ্যাস সিলিন্ডার দিয়ে? বাঙালিদের জন্য মাছ রান্না করবেন? পরেশ বলেন, মুদ্রাস্ফীতি সহ্য করতে পারবেন গুজরাটের মানুষ। কিন্তু পাশের বাড়িতে যদি রোহিঙ্গা, উদ্বাস্তু কিংবা বাংলাদেশিরা এসে ওঠেন, তখন গ্যাস সিলিন্ডার নিয়ে কী করবেন? বাঙালিদের জন্য মাছ ভাজবেন? এর পরই ক্ষমা চেয়ে টুইট করেন পরেশ। লেখেন, অবশ্যই মাছ নিয়ে আলাদা করে বলা ঠিক হয়নি। গুজরাটের মানুষও মাছ খান। বাঙালি বলতে আমি শুধু বেআইনি ভাবে গেঁড়ে বসা বাংলাদেশি এবং রোহিঙ্গাদের কথাই বলতে চেয়েছি। কারও অনুভূতিতে আঘাত দেওয়া আমার উদ্দেশ্য ছিল না। ক্ষমা চেয়ে নিচ্ছি।

তবে পরেশের এমন বাঙালি বিরোধী মন্তব্য নিয়ে সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের এক টুইট বার্তায় রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের নেত্রী শশী পাঁজা বলেন, আবার প্রকাশ্যে চলে এল বিজেপির হিংসা, ঘৃণা ও বিভাজনের কুৎসিত রাজনীতি। বিখ্যাত অভিনেতা তথা বিজেপির সদস্য পরেশ রাওয়াল বাঙালিদের জন্য মাছ ভাজা নিয়ে যে কুৎসিত মন্তব্য করেছেন তা অত্যন্ত কষ্টকর ও অত্যন্ত সংবেদনশীল মন্তব্য। দেশে লাগাতার গ্যাস সিলিন্ডারের কমাতে ব্যর্থ বিজেপি। এরপরই বিজেপির বিরুদ্ধে তোপ দেগে শশী বলেন, ২০২১-এর বিধানসভা নির্বাচনে আপনাদের পরাজয় হয়েছে। আশা করছি সেটা আপনারা ভোলেননি। তবে সাধারণ মানুষের এই রায় বিজেপি হজম করতে শিখুক। এমন মন্তব্যের জেরে বাঙালির খাদ্যাভাস এবং বাংলার মানুষকে তীব্র আক্রমণ করা হয়েছে। বাংলার মানুষ কখনই এটা মেনে নেবে না। সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস পরেশ রাওয়ালের এমন মন্তব্যের তীব্র নিন্দা জানায়।

অন্যদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, এটাই বিজেপির কালচার। বাঙালিকে অপমান করা হচ্ছে। এরপরই কুণালের সংযোজন, “মোহনবাগানের চিংড়ি আর ইস্টবেঙ্গলের ইলিশ, মাছ নিয়ে খোঁটা দিলে করে দেব পালিশ”।

Related articles

সাসপেন্ড সামসেরগঞ্জ থানার অপসারিত ওসি-সহ ২ পুলিশ আধিকারিক

মুর্শিদাবাদের ওয়াকফ বিরোধী (Protest against WAQF ammendment act) অশান্তির সময়ে সামসেরগঞ্জ থানার তৎকালীন ওসি শিবপ্রসাদ ঘোষ (Shiboprasad Ghosh)...

জেল থেকে সেনার তথ্য পাকিস্তানে পাচার! পঞ্জাবে গ্রেফতার ২ চর

ভারতীয় সেনার গোয়েন্দা ব্যর্থতা পহেলগাম হামলায় (Pahalgan attack) যেভাবে প্রকাশ্যে এসেছে তাতে নিরাপত্তা নিয়ে কার্যত রাতের ঘুম উড়েছে...

কোটায় নিটের আগেই আত্মঘাতী মেডিক্যাল পরীক্ষার্থী, ভাড়াবাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ!

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার (National Eligibility cum Entrance Test) আগের রাতে গেরুয়া রাজ্যে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ। রাজস্থানের কোটা...

রাজ্য পুলিশের অভিযানে বসিরহাটে উদ্ধার লক্ষাধিক টাকার জাল নোট!  

রাজ্য পুলিশের (WB Police) বড় সাফল্য। উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat, North 24 Parganas) পুলিশ জেলার মাটিয়া থানা...
Exit mobile version