Saturday, May 3, 2025

সব খেলার সেরা ফুটবল (Football) । নামের মধ্যেই যেন আবেগ আর অহঙ্কার। বিশ্ব এই মুহূর্তে মেতেছে ফুটবলের জ্বরে আর এবারের বিশ্বকাপের অন্যতম আকর্ষণ হয়েছে আল রিহলা (Al Rihla)। আসলে কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022) এই বল ব্যবহার করা হচ্ছে। বিশ্বকাপের (WC history)টানা ৯২ বছরের ইতিহাসে ২০২২ এরা বল এক্কেবারে অন্যরকম। সমালোচকরা আল রিহলা নিয়ে সমালোচনা করার কোনও জায়গাই খুঁজে পাননি। আল রিহলা একটি আরবিয়ান শব্দ। যার ইংরেজি তর্জমা করলে হয় দ্যা জার্নি। বাংলা অর্থ যাত্রা বা সফর।

এবারের বিশ্বকাপ ফুটবলে সবার মন জয় করে এক বিশেষ জায়গা দখল করে নিয়েছে এই বিশেষ বল। অ্যাডিডাসের ডিজাইন বিভাগের প্রধান জানান, আল রিহলা বিশ্বকাপের ইতিহাসে বাতাসে সবচেয়ে দ্রুতগতির ক্ষমতা সম্পন্ন বল। এটি তৈরি হয়েছে বিভিন্ন পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে। এটির গায়ে বিশ্বকাপ এবং অ্যাডিডাসের লোগো ছাড়াও নীল হলুদ কমলা প্রভৃতি রংয়ের মিশ্রণ ফুটে উঠেছে। কাতার বিশ্বকাপে নেইমার, লিওনেল মেসি কিংবা কিলিয়ান এমবাপের পায়ের ছন্দে মাঠ কাঁপাচ্ছে আল রিহলা।বলটিতে বারটি বড় এবং আটটি ছোট প্যানেল ব্যবহার করা হয়েছে। এটি পরীক্ষা করেছেন প্রায় ৩৫০ জন পেশাদার এবং অপেশাদার ফুটবলার। যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তিতে মুড়ে ফেলা হয়েছে আল রিহাকে। বলটির মধ্যে রয়েছে ইউনিট মোশন সেন্সর। বলের মধ্যে যদি কোন রকম আয়তনের বদল আসে সেই পরিমাপ করা যাবে। পাশাপাশি এই সেন্সর দিয়ে খুব সহজেই তথ্য সংগ্রহ করা যায়। একজন খেলোয়াড় ঠিক কোন পজিশনে বলে কিক করছেন, কোন দিকে বল যাচ্ছে সব তথ্য খুব সহজেই রেকর্ড করা সম্ভব। বিশ্বকাপের মাঠে নামানোর আগে ম্যানচেস্টার ইউনাইটেড আর বায়ার্ন মিউনিখের অনুশীলনেও এটি ব্যবহার করা হয়েছিল। আপনি জানলে অবাক হবেন যে বলটিতে এমন রং ব্যবহার করা হয়েছে যা সম্পূর্ণ জল নিরোধক। তাই ভিজলে বলের ক্ষতি হবে সেরকম কোনও সম্ভাবনা নেই। ভারতীয় মুদ্রায় আল রিহলার দাম পড়বে প্রায় সাড়ে বারো হাজার টাকারও বেশি।

 

Related articles

ইস্তফা দেওয়ার পরই বিস্ফোরক টুটু

মোহনবাগানের নির্বাচনে(Mohunbagan Election) সৃঞ্জয় বোসের(Srinjoy Bose) হয়েই এবার প্রচারে টুটু বোস(Tutu Bose)। পরিবারে ভাঙনের অভিযোগ থেকে লোভ, মোহন...

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস! দলবদলু বিজেপি নেতাদের তীব্র খোঁচা প্রাক্তন রাজ্য সভাপতির

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস। দলবদলু বিজেপি নেতারা এখনও সেই অভ্যাস ছাড়তে পারেননি। দিঘার জন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনে...

মাধ্যমিকের মতো মাদ্রাসাতেও! কন্যাশ্রীরাই সফল ফলাফলে

একটা সময় নারী শিক্ষায় রাজ্যের অবস্থান ছিল তলানিতে। আজও দেশের, বিশেষত উত্তর ভারতের রাজ্যগুলিতে নারী শিক্ষার হার লজ্জাজনক।...
Exit mobile version