Monday, August 25, 2025

‘পরিচয়হীনতা’য় ভুগছেন দিলীপ! কাঁথির মেগা সভা ইস্যুতে বিজেপিকে বিঁধলেন কুণাল  

Date:

বৃহস্পতিবারই তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভা নিয়ে মুখ খুলেছিলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, জানি না কেন যাচ্ছে? ওদের আর অন্য কোনও ইস্যু নেই। তাই আমাদের বাড়ির নেতার বাড়ির সামনে গিয়ে উৎপাত করছে। আর শুক্রবারই এই ইস্যুতে দিলীপকে পাল্টা দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল বলেন, অভিষেক আগেও কাঁথির বৃহত্তম মাঠে সভা করছেন। কাঁথির বৃহত্তম মাঠে সভা করছেন তিনি। যেখানে সাধারণত বিজেপি সভা করার সাহস দেখায় না। আর সভা করলেও মাঠের এক চতুর্থাংশও ভরতে পারে না। কাঁথি শহর কোনও বিজেপি নেতার নয়। তাহলে বিজেপি নেতার বাড়ি মানে কী? কাঁথি শহরে দিলীপবাবুর দলের যেমন কোনও দলবদলু নেতাও থাকে আবার সুলভ শৌচালয়ও থাকতে পারে। সেটাকে বারবার বিজেপি নেতার বাড়ি বলা হচ্ছে? ওটা তো তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচনে জেতা সাংসদদেরও বাড়ি। তাহলে কী দিলীপ বাবু বিজেপি নেতা হিসাবে শিশির অধিকারী (Shisir Adhikari) আর দিব্যন্দু অধিকারীকেও (Dibyendu Adhikari) ধরে নিয়েছেন। তাহলে আমাদের মূল্যায়ন ঠিকঠাকই আছে। দিলীপবাবু আইডেন্টিটি ক্রাইসিসে (Identity Crisis) ভুগছেন।

প্রসঙ্গ অভিষেকের গড়ে শুভেন্দু

শনিবারই রাজ্য রাজনীতিতে ডার্বি। যেখানে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhiari) গড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে যাচ্ছেন বিরোধী দলনেতা। এদিন সাংবাদিকরা এই প্রসঙ্গে প্রশ্ন করলে কুণাল বলেন, এটা অপব্যাখ্যা। ডায়মন্ড হারবার অভিষেকের নির্বাচনী কেন্দ্র। আর কাঁথি তৃণমূল কংগ্রেসের প্রতীকে জেতা নির্বাচনী কেন্দ্র। এরপরই কুণাল প্রশ্ন তোলেন কীসের অধিকারী বাড়ির গড়? ওটা তাসের ঘর। যা ক্রমশ ভেঙে পড়ছে। অভিষেক ফোবিয়ায় ভুগছে শুভেন্দু। আর সেকারণেই এসব করা হচ্ছে। ইতিমধ্যে সভাকে কেন্দ্র করে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে চরম উন্মাদনা চোখে পড়ছে। শান্তিকুঞ্জের ১০০ মিটারের মধ্যেই সভা করবেন তৃণমূল সাংসদ তথা দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। আগামীকালের অনুষ্ঠানে যে পরিমাণ মানুষ আসবেন তাতে রেকর্ড সমাবেশ হবে। অভিষেককে দেখার জন্য সাধারণ মানুষ উদগ্রীব হয়ে আছেন। তবে আমাদের সংগঠকরা চিন্তিত জেলার দূর থেকে যারা আসবেন তাঁরা ঢুকবেন কীভাবে? শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথাই জানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বিরোধী দলনেতাকে কটাক্ষ করে বলেন, অভিষেক সভা করছে বলে পাল্টা শুভেন্দুকেও সভা করতে হবে। এর থেকেই স্পষ্ট শয়নে, স্বপনে অভিষেককে দেখছে। অভিষেক আতঙ্কে ভুগছে শুভেন্দু।

প্রসঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর

এদিন কুণাল ঘোষকে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) দিল্লি সফর ইস্যুতে প্রশ্ন করা হলে তিনি জানান, সংসদের অধিবেশন থাকলে তিনি অন্তত একবার যান। দলের সাংসদেরও তিনি মিট করেন। তিনি সাতবারের সাংসদ, চারবারের কেন্দ্রীয় মন্ত্রী, দুবারের রেলমন্ত্রী। সবাই তাঁকে চেনেন, দেখা করতে চান। আর সারা ভারতবর্ষে ‘নো ভোট টু বিজেপি’ আওয়াজ উঠেছে। আর সেটাকে কীভাবে একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় আনা যায় সেটা বিজেপি বিরোধী শক্তির অন্যতম মুখ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে সেই দায়িত্ব পালন করে যাবেন।

প্রসঙ্গ নতুন রাজ্যপাল

বাংলাকে নতুন পথ দেখাবেন বলেছেন নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Anand Bose)। এটা অত্যন্ত ভাল বিষয়। কুণাল বলেন, বিজেপির নেতারা ওনাকে কী বলছেন সেটা যেমন রাজনীতির বিষয়। পাশাপাশি তিনি যে রাজ্যে আসছেন সেই রাজ্য সম্পর্কে তো জেনে বা দেখেই এসেছেন। উন্নয়নের দিক থেকে যেমন প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ঠিক তেমনই নারী সুরক্ষার দিক থেকেও সবার আগেই নাম রয়েছে বাংলার সরকারের। ফলে সেই জায়গা থেকে রাজ্যপালের যে মূল্যায়ন বাংলাই আগামীদিনে পথ দেখাবেন সেটা ইতিবাচক মূল্যায়ন।

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version