Tuesday, August 26, 2025

বিশ্বকাপের আঁচ ময়দান মার্কেটে, নীল-সাদা জার্সিতে একটুকরো আর্জেন্টিনা

Date:

বাঙালি মানেই ফুটবল প্রিয়। আর ফুটবলের উন্মাদনা মানে না কাঁটাতার সীমা। কখনও নেপালের তরুণ গলা ফাটায় নেইমারের জন্য আবার কলকাতার মৃগাঙ্ক জার্সিতে নাম লেখায় লিওনেল মেসি (Leonel Messi)। আর কাতারে বিশ্বকাপ (World Cup) শুরুর পর থেকেই বাঙালির চিন্তায় চেতনায় মজ্জায় মজ্জায় শুধুই ফুটবল। কলকাতা (Kolkata) ময়দান মার্কেটেও ঠিক সেরকমই ছবি দেখা গেল। বিশ্বকাপের নানা দেশের জার্সি পতাকায় কার্যত রঙিন হয়ে উঠেছে এই চত্বর। রোনাল্ডোর পর্তুগাল (Portugal) বা নেইমারের ব্রাজিল (Brazil) অথবা আর্জেন্টিনা (Argentina) বা স্পেন (Span) বিভিন্ন দেশের জার্সিতে ঢাকা পড়েছে ময়দান মার্কেট। ফুটবলপ্রেমীরা আসছেন এবং কিনছেন নিজেদের পছন্দের দেশের জার্সি।

জার্সি বিক্রেতাদের দাবি, রোনাল্ডো ও মেসির শেষ বিশ্বকাপ। তাই সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি। আগের বার ব্রাজিলের জার্সির চাহিদা ছিল তুঙ্গে। কিন্তু গতবারে ব্রাজিলের জার্সির তুলনায় কয়েকগুণ বেশি বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি। একই সঙ্গে তিনি জানান, প্রথম ম্যাচ হারার পর থেকে জার্সির বিকিকিনিতে ঘাটতি পড়েছিল কিন্তু তারপরের পরপর জয়ে গ্রুপ শীর্ষে থেকে আর্জেন্টিনার নক আউট পর্বে যাওয়ায় জার্সি বাজারে যেন ফের প্রাণ ফিরেছে।

মার্কেট ঘুরে হাতে গোনা অন্য কিছু দেশের জার্সি কেনা দেখলেও বেশিরভাগই দেখা গেল আর্জেন্টিনার সমর্থকদের ভিড়। এক মেসি সমর্থক বললেন, শুধু বিশ্বকাপ দিয়ে কোন খেলোয়াড়কে বিচার করা যায় না। আমরা ছোট থেকেই মেসির ফ্যান।

সুতরাং বলাই যায়, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার মেসির শেষ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে গলা ফাটাচ্ছে তামাম বাঙালি। শুধু চাহিদা একটাই, মারাদোনার হাতে ওঠা বিশ্বকাপ যেন এবার ওঠে মেসির হাতে। নীল সাদা বা বেগুনি জার্সির ছোঁয়ায় কলকাতা যেন একটুকরো আর্জেন্টিনা।

Related articles

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...
Exit mobile version