Friday, August 29, 2025

আবাস যোজনায় অনিয়ম ঠেকাতে সতর্ক রাজ্য, বিশেষ কন্ট্রোল রুম খোলার ঘোষণা মুখ্যসচিবের

Date:

প্রধানমন্ত্রী আবাস যোজনায় অনিয়ম ঠেকাতে সতর্ক রাজ্য। মহকুমা ও ব্লক স্তরে চালু করা হবে বিশেষ কন্ট্রোল রুম (Control Room)। শুক্রবার, নবান্নে (Nabanna) আবাস যোজনা নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrisna Diwedi)। প্রশাসনিক সূত্রে খবর, বাড়ি বণ্টনে কোনওরকম অনিয়ম বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। বৈঠকে সব বিভিন্ন জেলার জেলাশাসক ও পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।

আবাস যোজনার তালিকায় থাকা প্রাপকদের তালিকা কন্ট্রোল রুমে পুনরায় যাচাই করা হবে। একই সঙ্গে, প্রত্যেক বিডিও, এসডিও অফিসে অভিযোগ জানানোর জন্য নির্দিষ্ট ব্যবস্থা রাখতে হবে বলে মুখ্যসচিব নির্দেশ দেন। পাশাপাশি, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক ও আবাস যোজনার কাজ খতিয়ে দেখতে গ্রাম পঞ্চায়েত স্তরে পরিদর্শক দল গঠন করতে মুখ্যসচিব নির্দেশ দিয়েছেন। পঞ্চায়েতের পাশাপাশি আশা কর্মী ও ICDS-এর কর্মীরাও ওই দলে থাকবেন। আবাস যোজনার প্রস্তাবিত সুবিধা প্রাপকেরা আদৌ ওই প্রকল্পের অধীনে বাড়ি পাওয়ার যোগ্য কি না তাঁরা বাড়ি বাড়ি গিয়ে তা যাচাই করবেন। পাশাপাশি, তালিকায় থাকা উপভোক্তারা সুবিধা ঠিকমতো পাচ্ছেন কিনা তার উপর নজর রাখবেন থানার ওসি বা আইসিরা। জেলাশাসকেরা এই গোটা প্রক্রিয়ার ওপর নজরদারি চালাবেন।

গ্রামীণ আবাস যোজনার তালিকা পুঙ্খানুপঙ্খ ভাবে খতিয়ে দেখার কাজ এক সপ্তাহের মধ্যে শেষ করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী আবাস যোজনা ও সড়ক যোজনা খাতে রাজ্য সরকার কেন্দ্রের কাছ থেকে টাকা পেয়েছে কিন্তু টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে প্রকল্প রূপায়ণের সময়সীমা এবং স্বচ্ছতা সম্পর্কে একাধিক শর্ত আরোপ করা হয়েছে।

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version