Monday, August 25, 2025

লোডশেডিং করে জিতেছিল, নন্দীগ্রামে ফের ভোট হবে, শুভেন্দুর পাড়ায় দাবি অভিষেকের

Date:

কথায় কথায় মুখ্যমন্ত্রীকে তিনি বলেন “কম্পারমেন্টাল মুখ্যমন্ত্রী”! কারণ, একুশের বিধানসভা ভোটে নন্দীগ্রামে সামান্য ব্যবধানে হারতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে গণনার সেই ফলাফল নিয়ে বিতর্ক রয়েছে। সমস্ত সংবাদ মাধ্যমে দেখানো হয়েছিল “নন্দীগ্রামে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়”! কিন্তু কোন রহস্যে ঘন্টাখানেকের মধ্যে ছবিটা বদলে গিয়েছিল সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। বিষয়টি এখন আদালতে বিচারাধীন। পরে অবশ্য ভবানীপুর উপনির্বাচনে বিপুল ভোটে জিতে তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, নন্দীগ্রামে বিতর্কিত ফলাফলে জিতে বিরোধী দলনেতা দলবদলু শুভেন্দু অধিকারী।

নন্দীগ্রামের ফলাফল নিয়ে এবার শুভেন্দুর পাড়াতে দাঁড়িয়ে শুভেন্দুকেই বিঁধলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের খোঁচা, “উনি তো RAC বিধায়ক! নিজের বুথে হারেন, ওয়ার্ডে হারেন, বিধানসভা ভোটে লোডশেডিং করে জিততে হয়। ভারতের এমন এক বিধায়ক, যাঁর জয় নিয়ে মামলা চলছে। আমি বলছি, নন্দীগ্রামের ভোট বাতিল হবেই।”

উল্লেখ্য, নন্দীগ্রামের ফলাফল নিয়ে ঘাসফুল শিবিরের তরফে শিবিরে শুভেন্দু অধিকারীকে “লোডশেডিং বিধায়ক” বলে কটাক্ষ করা হয়। অভিযোগ, ভোট গণনার সময় শুভেন্দু কায়দা করে লোডশেডিং করিয়ে হয় গণনায় কারচুপি করেছিলেন। নাহলে তিনি জিততে পারতেন না।

অন্যদিকে, কাঁথিকে অধিকারীদের গড় বলা হয়। কিন্তু এই বিষয়টি নিয়ে যথেষ্ট আপত্তি আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সংবাদ মাধ্যমের সামনে যা নিয়ে প্রশ্নও তোলেন অভিষেক। তাঁর দাবি, “এটা তৃণমূলের গড়”! জেলায় লোকসভা, বিধানসভা, পুরসভা, পঞ্চায়েতের ফলাফল দেখলেই বোঝা যাবে, অধিকারী নয়, কাঁথি সহ পূর্ব মেদিনীপুরের মানুষ তৃণমূলের সঙ্গে।

আরও পড়ুন:কাঁথির জনসভা থেকে শুভেন্দুর দুর্নীতির পর্দাফাঁস অভিষেকের

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version