Wednesday, November 12, 2025

চোটের কারণে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেন শামি, দলে এলেন উমরান মালিক

Date:

আগামিকাল থেকে বাংলাদেশের বিরুদ্ধে তিন ম‍্যাচের একদিনের সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। তার আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোটের জন্য ছিটকে গেলেন দলের অন্যতম অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। কাঁধে চোটের জন‍্য এই সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে ঢাকা গিয়েছে রোহিত শর্মারা। শামি ছিটকে যাওয়ায় তাঁর বদলে দলে এলেন উমরান মালিক। এমনটাই জানান হল ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে।

এদিন বিসিসিআইয়ের তরফ থেকে টুইট করে বলা হয়,”বাংলাদেশের বিরুদ্ধে এক দিনের সিরিজে মহম্মদ শামির বদলে দলে নেওয়া হল উমরান মালিককে।”

বোর্ড সচিব জয় শাহ বলেন, “অনুশীলনে কাঁধে চোট পেয়েছেন শামি। বাংলাদেশের বিরুদ্ধে এক দিনের সিরিজে খেলার প্রস্তুতি নিচ্ছিল ও। এই মুহূর্তে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছে ও। তিন ম্যাচের সিরিজে পাওয়া যাবে না তাঁকে। আমাদের নির্বাচকরা শামির বদলে উমরান মালিকের নাম ঘোষণা করেছে।”

শামিকে একদিনের এবং টেস্ট সিরিজে রাখা হয়েছিল। আপাতত সাদা বলের সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি। টেস্ট খেলতে পারবেন কি না তা এখনও স্পষ্ট নয়।

এদিকে নিজের চোট নিয়ে শামি সোশ্যাল মিডিয়ায় লেখেন “চোট আপনাকে সব সময় শিক্ষা দেয়। ক্রিকেটজীবনে অনেকবার চোট পেয়েছি। সব সময় জানিয়েছি। চোট নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে। যতবার চোট পেয়েছি, ততবার সেই আঘাত থেকে শিখেছি এবং আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছি।”

Related articles

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...
Exit mobile version