মাঝে কয়েকদিন তাপমাত্রার (Temperature) পারদ ঊর্ধ্বমুখী হলেও ফের বঙ্গজীবনে শীতের (Winter) ব্যাটিং। পারদ পতন শুরু হয়েছে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। এখনো পর্যন্ত এই মরশুমের শীতলতম দিন আজ শনিবার। কলকাতায় (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। জেলায় জেলায় ফিরছে শীতের আমেজ। তিন চার দিনে ধীরে ধীরে স্বাভাবিক বা তার নিচে নামবে পারদ। যদিও জাঁকিয়ে শীত এখনই পড়বে কিনা সেটা স্পষ্ট করে বলতে পারছে না, হাওয়া অফিস। তবে উইকেন্ডে শীতের আমেজে খুশি বাঙালি।
