Sunday, November 9, 2025

মেয়ের মৃ*ত্যুর জন্য হাসপাতালে চিকিৎসকদের কাঠগড়ায় তুললেন ঐন্দ্রিলার মা

Date:

হাওড়ার বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma) মা শিখা শর্মার (Sikha Sharma)। চিকিৎসকদের ইগোর কারণে চলে যেতে হল ঐন্দ্রিলাকে বলে বি*স্ফোরক অভিযোগ করছেন তিনি । তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই চাঞ্চল্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social media)। জাতীয় বীমা কর্মচারীদের তরফ থেকে শনিবার ঐন্দ্রিলা শর্মার স্মরণে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই নিজের মেয়ের মৃ*ত্যুর প্রসঙ্গে এই কথা বলেন শিখা শর্মা (Sikha Sharma)।

ক্যানসারের সঙ্গে লড়াই করে যে মেয়েটা নিজের স্বাভাবিক জীবনে ফিরে এসেছিল হঠাৎ করে তাঁর চলে যাওয়াটা মানতে পারিনি কেউই। দু সপ্তাহ আগেই তারার দেশে পাড়ি দেন লড়াকু অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। তাঁর স্মৃতিতে বিহ্বল হয়ে রয়েছেন পরিবার এবং প্রিয়জনেরা। তার ভালোবাসার মানুষ কাছের বন্ধু সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury) প্রেমিকার মৃত্যুর পর থেকে আর প্রকাশ্যে আসেননি, বা কোনও মন্তব্য করেননি। কিন্তু এবার চাঞ্চল্যকর অভিযোগ করলেন ঐন্দ্রিলার মা। শনিবার হঠাৎই ঐন্দ্রিলার মা শিখা শর্মা দাবি করেন যে, হাওড়ার সেই বেসরকারি হাসপাতালের এক ডাক্তারের জন্যই ঐন্দ্রিলা বাঁচতে পারলেন না। তিনি বলেন অনেক সময় নিয়ে ঐন্দ্রিলার এমআরআই (MRI) করা হয়েছিল পরে জানা যায় যে, সেই পরীক্ষার রিপোর্ট বেশ ভালই এসেছিল। কিন্তু যতটা সময় নিয়ে এমআরআই (MRI) হল, সেটা ঐন্দ্রিলার শারীরিক অবস্থার জন্য একেবারেই ভালো ছিল না। ওই এক-দু’জন চিকিৎসকের গাফিলতি ও ইগোর জন্যই ঐন্দ্রিলা বাঁচতে পারলেন না বলে অভিযোগ শিখা শর্মার। যদিও হাসপাতালের প্রশংসা করেন তিনি। পাশাপাশি সকলেই যে সাহায্য করেছেন সেই কথাও উল্লেখ করেছেন তিনি।

 

Related articles

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...
Exit mobile version